Representative Photo (Photo Credits: Pxhere)

রাঁচি, ১৪ জানুয়ারি: রাস্তার মাঝে বিরক্ত করত নিত্যদিন। বাড়ি থেকে বেরোলেই রাস্তা হোক কিংবা হাটবাজার, বিভিন্ন জায়গায় মা, মেয়েকে দেখলেই হেনস্থা করত। নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত ২৫ বছরের যুবককে খুন করল মা-মেয়ে। ঝাড়খণ্ডের (Jharkhand)  সাহিবগঞ্জে এমনই একটি ঘটনার জেরে ছড়াল চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, বছর ৪০-এর রাজু মাঝে মধ্যে তাঁদের বাড়িতে ঢুকে আসত। এরপর মা, মেয়েকে একসঙ্গে হেনস্থা করত। গত ২ মাস ধরে রাজু একই কাজ করছিল। স্থানীয়দের জানিয়েও কোনও সুরাহা হয়নি। শেষে মা, মেয়ে একসঙ্গে রাজুকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। পুলিশের কাছে কোনও অভিযোগও তাঁরা দায়ের করেননি। নিজেরাই রাজুর শাস্তির ব্যবস্থা করেন।

গত শনিবার রাতে রাজুর প্রবেশ আটকাতে ঘরের বাইরে যে বাঁশের বেড়া ছিল, সেখানে বিদ্যুতের তার জড়িয়ে দেন মা-মেয়ে। শনিবার রাতে রাজু যখন ওই মহিলার বাড়িতে প্রবেশ করতে যায়, বিদ্যুতের তারে স্পর্শ করে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়।

রাজু মণ্ডল নামে ওই যুবকের মৃত্যুর পর পুলিশ সংশ্লিষ্ট মহিলাকে গ্রেফতার করে। সেই সঙ্গে তাঁর বছর ১৫-র মেয়েকে সংশোধনাগারে রাখা হয়েছে বলে খবর।