পাটনা, ১৯ ডিসেম্বর: মণ্ডপে দাঁড়িয়ে কনে জানিয়ে দিলেন, তিনি আর বিয়ে করতে চান না। শীতের রাতে যখন ঝাড়খণ্ডের (Jharkhand) দেওঘরে বিয়ের আসর বসে, সেই সময় শীতে কাঁপন ধরে বিয়ে করতে আসা পাত্রের। বিহারের (Bihar) অঙ্কিতার সঙ্গে দেওঘরের অর্ণবের বিয়ে ঠিক হয়। দিন, তারিখ স্থির হলে, ১৫ ডিসেম্বর আসরে হাজির হন বর, কনে। বিয়ের আসরে অর্ণব এবং অঙ্কিতা হাজির হলে দেখা যায়, প্রচণ্ড শীতের চোটে বর উঠে দাঁড়াতে পারছেন না। বিয়ের আসরে অর্ণব কোনওভাবে উঠে দাঁড়াতে পারছিলেন না ১৫ ডিসেম্বর রাতে শৈত্য প্রবাহের জেরে। যা দেখে ক্ষুব্ধ অঙ্কিতা বিয়ে বাতিল করে দেন। তিনি অর্ণবকে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন স্পষ্ট।
রিপোর্টে প্রকাশ, বিয়ের রাতে অর্ণব, অঙ্কিতার মালা বদল সম্পন্ন হয়। শীতে কাঁপতে কাঁপতে দুই পরিবার এবং তাঁদের আত্মীয়স্বজনরা সেখানে থেকে হাসি, ঠাট্টায় মেতে ওঠেন। মালা বদলের পর সাতপাক ঘোরার আয়োজন শুরু হয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে কনে উঠে দাঁড়ান কিন্তু বর উঠে দাঁড়াতে পারেননি। এমনকী শীতে কাঁপতে কাঁপতে অর্ণব সেখানে পড়ে যান। যা দেখে অবাক হয়ে যান অঙ্কিতা। ওই ঘটনার সঙ্গে সঙ্গে তিনি নিজেই বিয়ে বাতিল করে দেন।
জানা যায়, শীতের রাতে চিকিৎসক ডেকে অর্ণবকে দেখানো হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে তিনি অচৈতন্য ছিলেন। এরপরই অঙ্কিতা জানান, তিনি এই বিয়ে করবেন না। অর্ণবের কোনও শারীরিক সমস্যা রয়েছে। সেই কারণেই তিনি শীতের রাতে ঘুরে পড়ে যান বলে বিশ্বাস অঙ্কিতার। যার জেরে দুই পরিবারের মাঝ বিবাদ শুরু হয়। কনের বাড়ির তরফে থানায় ফোন করা হলে পুলশ সেখানে হাজির হয়। তবে পুলিশ বোঝালেও অঙ্কিতা ওই বিয়েতে আর রাজি হননি।