Hemant Soren (Photo Credit: ANI/Twitter)

রাঁচি, ৫ নভেম্বর:  ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে (Jharkhand Assembly Elections 2024) ক্ষমতাসীন ইন্ডিয়া (INDIA) জোটের ইস্তেহার প্রকাশিত হল। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস, আরজেডি ও বাম দলগুলি আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ছাতায় লড়তে চলেছে।  মঙ্গলবার রাঁচিতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও বাম নেতাদের উপস্থিতিতে এদিন ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের ইস্তেহার প্রকাশ পেল। ক্ষমতায় ফিরলে ইন্ডিয়া জোট ভোটারদের উদ্দেশ্যে মোট সাতটি বড় প্রতিশ্রুতি দিল।

সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল-১) যুবকদের ১০ লক্ষ কর্মসংস্থান, ২) পরিবার পিছু ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার, পাশাপাশি রেশনের পরিমাণ মানুষ প্রতি ৭ কেজি করা, ৩) পিছিয়ে পড়া শ্রেণীদের জন্য কমিশন গঠন এবং সংখ্যালঘুদের স্বার্থ সুনিশ্চিত করা, ৪) রাজ্যের প্রতিটি ব্লকে ডিগ্রি কলেজ, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি করা, ৫) প্রতিটি জেলায় ৫০০ একর জমিতে শিল্প পার্ক তৈরি করা। রাজ্যের ৮০টি আসনের মধ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৪৩টি, কংগ্রেস ৩০টি, আরজেডি ৬টি, এবং বাম দলগুলি ৩টি আসনে লড়াই করবে। দুটি আসনে 'বন্ধুত্বপূর্ণ'লড়াই হবে জেএমএম ও সিপিআইএম )এল)-এর।

ইস্তেহার প্রকাশ ইন্ডিয়া জোটের

ঝাড়খণ্ডে ৮১টি বিধানসভা আসনে ভোটগ্রহণ ১৩ ও ২০ নভেম্বর। ফলপ্রকাশ ২৩ নভেম্বর।