Hemant Soren (Photo Credits: X)

রাঁচি, ২৩ নভেম্বর: অনেকেই ধরেই নিয়েছিলেন তিনি হেরে যাবেন। হেমন্ত সোরেনকে হারাতে সর্বশক্তি প্রয়োগ করে ঝাড়খণ্ডে ভোটে নেমেছিল বিজেপি। কিন্তু মারাঠা ভূমে দুরন্ত জয়ের মাঝে সোরেন জাদুতে আদিবাসী গড়ে ধরাশায়ী হল পদ্ম শিবির। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আর কংগ্রেস জুটি ফের মহেন্দ্র সিং ধোনির রাজ্যে ক্ষমতায় ফিরল। শুধু ক্ষমতাই ফেরাই নয়, হেমন্ত সোরেনের নেতৃত্বে লড়ে গতবারের চেয়ে বেশী আসনে জিতল জেএমএম, কংগ্রেস জোট। অথচ ভোট বিশেষজ্ঞদের অনেকেই বলেছিলেন, ঝাড়খণ্ডে জিততে চলেছে বিজেপি। কিন্তু শিবু সোরেনের ওপর রাজ্যবাসীর আস্থা আর হেমন্ত সোরেনের সরকারের জনমুখি প্রকল্পে ভর করে ৮১টি-র মধ্যে ৫৬টি-তে জিতে ক্ষমতায় ফিরল ইন্ডিয়া সরকার।

সেখানে বিজেপি জিতল মাত্র ২১টি আসন। গতবারের চেয়ে শুধু ৪টি কম আসনে জেতাই নয়, বেশীরভাগ জেলায় বিজেপির ভোটব্য়াঙ্কে ধস নেমেছে। রাজ্যের বেশীরভাগ দাপুটে বিজেপি নেতাই হেরে গিয়েছেন। ইন্ডিয়া জোটের ৫৬টি-র মধ্যে হেমন্ত সোরেনের জেএমএম ৩৪টি, কংগ্রেস ১৬টি, আরজেডি ৪টি ও লিবারেশন ২টি আসনে জিতল। হেমন্ত সোরেনের দল ৪৩টি-তে লড়ে জিতল ৩৪টি-তে (সাফল্যের হার ৮০ শতাংশ)। বিজেপি-র সহযোগী এজিএসইউ ১টি, জেডি (ইউ) ১টি ও এলজেপি (রামবিলাস পাসোয়ান) ১টি করে আসনে জিতল। জানুন কী হল মহারাষ্ট্রের ফল

গতবার মানে ২০১৯ ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে জেএমএম জিতেছিল ৩০টি-তে, বিজেপি ২৫, কংগ্রেস ১৬টি-তে।

২০২৪ ঝাড়খণ্ড বিধানসভার ফল

ইন্ডিয়া (জেএমএম+কংগ্রেস+আরজেডি+বাম): ৫৬

এনডিএ (বিজেপি+এজিএসইউ+জেডিইউ+এলজেপি): ২৪

দলভিত্তিক ফল-

জেএমএম: ৩৪ (+৪)

বিজেপি: ২১ (-৪)

কংগ্রেস: ১৬

আরজেডি: ৪

লিবারেশন: ২

ক মাস আগে লোকসভা নির্বাচনে ঝাড়খণ্ডে বিজেপি ১৪টি আসনের মধ্যে বিজেপি জোট ৯টি আসনে জিতেছিল। কিন্তু তার ৬ মাসের মধ্যেই আদিবাসী গড়ে বিজেপির ভোটব্যাঙ্কে পুরোপুরি ধস নামল। তফসিলি ভোট ব্যাঙ্ক হারিয়ে চাপে পড়ে গেল বিজেপি।

দুর্নীতির অভিযোগে চলতি বছর জানুয়ারিতে জেলে যেতে হয়েছিল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন-কে। লোকসভা ভোটের সময় জেলেই ছিলেন। জুনে জামিনে মুক্ত হয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফেরেন। হেমন্ত বারবার বলেছেন, ইডি, সিবিআইয়ের অপব্যবহার করেই তাঁকে জেলে পাঠিয়েছে বিজেপি। তার জবাব দেবে জনতার ভোট। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এখই কথা বলেন। হেমন্ত সোরেনের ঠিক পরেই জেলে গিয়েছিলেন কেজরিওয়াল। ঝাড়খণ্ডের পর এবার দিল্লির ভোট? দিল্লিতে হেমন্ত বাতাসের বইতে পারবেন কি কেজরি?