Jharkhand Assembly Elections 2019: ঝাড়খণ্ড জিতলে BPL পরিবার পিছু একজনকে চাকরি দেবে বিজেপি, নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে প্রতিশ্রুতি দিল পদ্মদল
ঝাড়খণ্ডে নির্বাচনী ইস্তাহার প্রকাশ বিজেপির (Photo Credits: Twitter/BJP)

রাঁচি, ২৭ নভেম্বর: ঝাড়খণ্ডে (Jharkhand) নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল বিজেপি (BJP)। বিজেপি ক্ষমতায় ফিরে এলে প্রত্যেক বিপিএল পরিবার পিছু একজনকে চাকরি দেবে সরকার বলে ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বুধবার ইস্তাহার প্রকাশ করেন কেন্দ্রীয়মন্ত্রী তথা দলের শীর্ষ নেতা রবিশংকর প্রসাদ।

এখানেই শেষ নয়, ওই ইস্তেহারে আরও বলা হয়েছে পিছিয়ে পড়া এবং দুঃস্থ পরিবারের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সরকার থেকে আর্থিক সাহায্য দেওয়া হবে। মন্ত্রী রবিশংকর প্রসাদ (Ravi Shankar Prasad) এই প্রসঙ্গে জানিয়েছেন, নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীরা পাবে ২,২০০ টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা পাবে ৭,৫০০ টাকার স্কলারশিপ। বিজেপিকে ক্ষমতায় ফিরিয়ে আনা হলে যুব সম্প্রদায়ের জন্য নতুন কর্মসংস্থানও সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি স্বনির্ভরতা গোষ্ঠী চালানোর জন্য আদিবাসী মহিলাদের ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে বলে ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আরও পড়ুন: Onions Stolen: দেশজুড়ে হাহাকার, দিনদুপুরে চুরি হচ্ছে হাজার হাজার টাকার পেঁয়াজ

আগামী ৩০ নভেম্বর থেকে ঝাড়খণ্ডে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন (Assembly Elections)। পাঁচ দফায় চলবে ভোটগ্রহণ পর্ব। উল্লেখ্য, ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই শরিকি বিবাদ শুরু হয়ে গিয়েছে ঝাড়খণ্ড বিজেপিতে। অনেক দলই বিজেপির ছায়া থেকে বেরিয়ে এসে একা লড়াইে যাওয়ার কথা ঘোষণা করেছে।