Narendra Modi, Nitish Kumar (Photo Credit: Twitter/PTI)

নতুন দিল্লি, ২৯ জুন: দেখতে দেখতে লোকসভা ভোট শেষ হওয়ার এক মাস হতে চলল। বিজেপি এবার আর একক সংখ্য়াগরিষ্ঠতা পায়নি। নীতীশ কুমার (Nitish Kumar), চন্দ্রবাবু নাইডু (Chandra Babu Naidu)-র মত অতীতের 'শত্রু'-দের নিয়েই সরকার গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মোদী ৩ মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। এবার পালা বিজেপির শরিক দলগুলির নিজেদের দাবি পূরণের। কারণ নীতীশের জেডি (ইউ) বা চন্দ্রবাবু নাইডু-র টিডিপি কেউই মোদীর কাছে স্পিকার পদের দাবি নিয়ে চাপের খেলা যাননি, বা গুরুত্বপূর্ণ মন্ত্রক চাননি। নীতীশ, চন্দ্রবাবু-দু'জনের পাখির চোখ তাদের রাজ্যের জন্য বিশেষ মর্যাদা আদায় করা।

বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি নিয়ে রাজ্যের শাসক দল নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড)-এর জাতীয় কর্মসমিতির (National Executive Meeting)বৈঠকে বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য রেজোলিউশন পাশ হল। এর ফলে বিহারকে বিশেষ মর্যাদা দিতে এবার নীতীশ কুমার প্রধানমন্ত্রী মোদীর ওপর চাপ বাড়াতে চলেছেন বলে রাজনৈতিক মহলের ধারনা। এবার নাইডুর টিডিপিও অন্ধ্রপ্রদেশ নিয়ে এরকম কিছুই করতে চলেছেন বলে দাবি। আর এতেই মোদীর ওপর অনেকটা চাপ বাড়তে চলেছে। কারণ এক-দুটো রাজ্যকে বিশেষ মর্যাদা দিলেই, বাকিরাও স্বাভাবিকভাবেই ঝাঁপাবেন। তখন সেটা না করলে, সেই রাজ্যে বঞ্চনার অভিযোগ তুলে রাজনৈতিক দিক থেকে বড় সুবিধা তুলে নেবে। সেইসব রাজ্যে বিজেপির ভোটব্যাঙ্কে ধস নামারও ভয় থাকছে। আরও বড় চাপের বিষয় বিশেষ আর্থিক প্যাকেজের। আরও পড়ুন-ইউপিতে বিজেপির বিপর্যয়ের আসল কারণ খুঁজে বের করল RSS, জানুন কী সেটি

নীতীশ নিশ্চিতভাবেই বিহারের জন্য আর্থিক প্যাকেজ চাইবেন। অন্ধ্রের রাজধানী অমরাবতী নতুন করে গঠনের জন্য চন্দ্রবাবুরও মোটা অর্থের প্যাকেজ চাই মোদী সরকারের কাছে। কিন্তু এখন দেশের আর্থিক পরিস্থিতি একসঙ্গে কয়েকটি রাজ্যকে মোটা আর্থিক প্যাকেজ দেওয়ার জায়গা আছে কি না তা নিয়ে প্রশ্ন আছে।