Jammu & Kashmir: ফের রক্ত ঝরল জম্মু কাশ্মীরে, কাশ্মীরি পণ্ডিতকে লক্ষ্য করে গুলি জঙ্গিদের
Security Force In J-K (Photo credit-IANS)

শ্রীনগর, ৪ এপ্রিল:  জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) সোপিয়ানে (Shopian) ফের জঙ্গি  হামলা। সোমবার বিকেলে সোপিয়ান জেলার ছোটোগাম এলাকায় স্থানীয়দের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। যার জেরে একজনের আহত হওয়ার খবর মেলে। গুরুতর আহত অবস্থায় সোপিয়ানের ওই বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয় পুলিশের তরফে।

 

রিপোর্টে প্রকাশ, সোমবার বিকেলে সোপিয়ানের ছোটোগামে যাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, তিনি কাশ্মীরি পণ্ডিত (Kashmiri Pandits)। সোনু কুমার বালজি নামে ওই ব্যক্তিকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি ছুড়লে, রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থা সঙ্কটজনক হওয়ায়, ওই ব্যক্তিকে সেনা হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর।

আরও পড়ুন: Ramzan 2022: আজানের সময় চলবে 'ওম নমঃ শিবায়', 'জয় শ্রী রাম' ধ্বনি, কর্ণাটকে সিদ্ধান্ত হ্নিদুত্ববাদী সংগঠনের

গত ২৪ ঘণ্টায় জম্মু কাশ্মীরে জঙ্গিদের গুলিতে আহত ৭ জন। যার মধ্যে রয়েছেন সিআরপিএফের দুই জওয়ানও। শ্রীনগরে ২ সিআরপিএফ জওয়ান জঙ্গিদের গুলিতে আহত হলে, ট্যুইটে ঘটনার নিন্দা করেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা।