শ্রীনগর, ১৬ অগাস্ট: অমরনাথ যাত্রার (Amarnath Yatra) নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের বাস নদীতে উলটে পড়লে, মঙ্গলবার এক ভয়াবহ দুর্ঘটনার সামনে পড়ে সেনা বাহিনী। চন্দনওয়ারি থেকে পহলগাঁও যাওয়ার পথে ফ্রাইসলানের রাস্তা থেকে উল্টে নদীর মোহনায় পড়ে যায় ৩৯জন জওয়ান-পুলিশ থাকা বাস। মঙ্গলবার সকালের ওই ঘটনার জেরে এখনও পর্যন্ত ৬ জওয়ানের মৃত্যু হয়েছে। এমনই জানানো হয় আইটিবিপির তরফে।
পাশাপাশি নদীতে বাস উলটে পড়ার ঘটনায় ৩০ জন জওয়ান আহত বলে জানানো হয়। গোটা ঘটনার উপর নজর রাখা হয়েছে বলে জানানো হয় আইটিবিপির হেড কোয়ার্টারের তরফে। অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্ব শেষ করে বাসে করে ওই জওয়ানরা ক্যাম্পে ফিরছিলেন বলেও জানা যায় আইটিবিপির তরফে। আহতদের সুস্থ করতে সমস্থ ধরনের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন আইটিবিপির (ITBP) পিআরও।
ITBP bus accident | Our 6 jawans have lost their lives, 30 injured. We will provide the best possible treatment to the injured. ITBP HQ keeping a watch on the situation. The jawans were returning from Amarnath Yatra duty. All help will be provided to affected families: ITBP PRO pic.twitter.com/lwdY3fUZTo
— ANI (@ANI) August 16, 2022
এদিকে জম্মু কাশ্মীরের দুর্ঘটনায় শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঁহেলগাওয়ে দুর্ঘটনার জেরে নিহত এবং আহতদের প্রতি সমবেদনা জানান বাংলার মুখ্যমন্ত্রী। আহত জওয়ানরা যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনাও জানান মুখ্যমন্ত্রী।
Deeply pained to learn about the tragic accident in Pahalgam whereby our nation lost several brave ITBP jawans & police personnel.
I offer my heartfelt condolences to the families and loved ones of our jawans. Praying for the speedy recovery of those who were injured on duty.
— Mamata Banerjee (@MamataOfficial) August 16, 2022