শ্রীনগর, ৭ অক্টোবর: বৃহস্পতিবার সকালে আচমকাই গোলাগুলি শুরু হয় জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) শ্রীনগরে (Srinagar)৷ সঙ্গম ইদগাহ নামে একটি সরকারি স্কুলকে নিশানা করে চালানো হয় গুলি৷ যার জেরে ওই স্কুলের ২ শিক্ষকের (Teacher) মৃত্যুর খবর মেলে৷
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১১.১৫ মিনিট নাগাদ সঙ্গম ইদগাহ লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা৷ যার জেরে জেরে ঘটনাস্থলেই ২ শিক্ষকের মৃত্যু হয়৷ ওই ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে ধরে শুরু হয় তল্লাশি৷ ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে শুরু হয়েছে জোরদার তল্লাশি৷ তবে কোনও জঙ্গি (Terror Attack) সংগঠন এখনও পর্যন্ত ওই ঘটনার দায় স্বীকার করেনি৷
Two teachers killed in a terrorist attack at a government school in the Iddgah Sangam area of Srinagar: Jammu and Kashmir Police
— ANI (@ANI) October 7, 2021
মাখনলাল বিন্দ্রু নামে এক ফার্মাসিস্ট সহ ৩ জনের উপর হামলার ঘটবনার রেশ কাটতে না কাটতেই এবার সরকারি স্কুল নিশানা করে হামলা চালাল জঙ্গিরা৷