Jammu And Kashmir Encounter (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৯ নভেম্বর: ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর। বৃহস্পতিবার সকাল থেকে জম্মু কাশ্মীরের সোপিয়ানে সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। মাইসের আহমেদ ধর নামে (বর্তমানে নিহত) ওই জঙ্গি দ্য রেজিটেন্স ফোর্সের পোশাকে সেনা বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু করে। যার জেরে সেনা বাহিনীর তরফেও পালটা জবাব দেওয়া শুরু হয়। বাহিনী একটানা গুলি চালানোয় সোপিয়ানে ঘটনাস্থলেই নিহত হয় পাকিস্তানি জঙ্গি মাইসের আহমেদ ধর। পাশাপাশি ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে জোর তল্লাশি শুরু করেছে সেনা বাহিনী।

এদিকে সেনা বাহিনী যখন জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে, সেই সময় বৃহস্পতি ভোরে সাম্বা জেলায় আচমকাই গুলি চালাতে শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা। গত ২৪ দিনে এই নিয়ে তৃতীয়বার গুলি চালানো হল পা রেঞ্জার্সদের তরফে।  যার পালটা জবাবে জম্মু ফ্রন্টিয়ারও গুলি চালাতে শুরু করে।  ওই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।