Hindus Protest In Kashmir (Photo Credit: ANI/Twitter)

শ্রীনগর, ৩ জুন:  ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর (Jammu And Kashmir)। উপত্যকায় হিন্দু (Hindu)  সম্প্রদায়ের একের পর এক বাসিন্দা খুনের জেরে শুক্রবার প্রতিবাদ শুরু হয়। সম্প্রতি জঙ্গিদের গুলিতে নিহত হন স্থানীয় স্কুলের শিক্ষিকা রজনী বালা। রজনী বাল নামে ওই শিক্ষিকার উপর জঙ্গিরা যেভাবে গুলি চালায়, তারই বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন স্থানীয়রা। যা নিয়ে গোটা এলাকায় ফের শোরগোল শুরু হয়।

সম্প্রতি কাশ্মীরে একের পর এক কাশ্মীরি পণ্ডিত (Kashmiri Pandit) খুনের ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে রাহুল ভাট পরে আমরিন ভাট, তারপর রজনী বালা। জঙ্গিদের গুলিতে প্রাণ যায় হিন্দু সম্প্রদায়ের মানুষের। বৃহস্পতিবার এক ব্যাঙ্কের ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। রাজস্থানের বাসিন্দা ওই ব্যাঙ্ক ম্যানেজার ক্রমসূত্রে কাশ্মীরে যান। জঙ্গিরা তাঁকে লক্ষ্য করে গুলি চালালে, সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

উপত্যকার পরিস্থিতি যেভাবে দিন দিন বিগড়ে যেতে শুরু করেছে এবং হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুছেন, তারই প্রতিবাদে আজ বিক্ষোভে বসেন বহু মানুষ।