দিল্লি, ৩ অক্টোবর: জম্মু কাশ্মীরের রাজৌরিতে মঙ্গলবার থেকে ফের শুরু হয়েছে সেনা, জঙ্গি গুলির লড়াই। রাজৌরিতে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ের জেরে পরপর ২ সেনা জওয়ানের আহত হওয়ার খবর মেলে। রাজৌরিতে জঙ্গিদের একটি দল লুকিয়ে। এমন খবর পাওয়ার পরপরই সেখানে অভিযান চালায় সেনা বাহিনী। যার জেরে রাজৌরিতে শুরু হয় সেনা, জঙ্গি গুলির লড়াই। গোটা এলাকা ঘিরে ধরে চলছে অভিযান। রিপোর্টে প্রকাশ, সেনা বাহিনী জোরদার তল্লাশি অভিযান শুরু করলে, জঙ্গিদের দলটি পালটা গুলি চালাতে শুরু করে। যার জেরে পরপর দুই সেনা জওয়ানের আহত হওয়ার মেলে খবর। ফলে সঙ্গে সঙ্গে আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানানো হয় জম্মু কাশ্মীর পুলিশের তরফে।
সম্প্রতি অনন্তনাগের কোকেরনাগ থেকে সেনা, জঙ্গি গুলির লড়াইয়ের খবর মেলে। যার জেরে ২ সেনা আধিকারিক এবং এক পুলিশ অফিসারের মৃত্যুর খবর মেলে। পাশাপাশি কোকেরনাগ এনকাউন্টারে লস্কর-ই-তইবার কমান্ডার উজির খানের নিহত হওয়ার খবর মেলে।