Jaishankar (Photo Credit: Facebook)

দিল্লি, ৯ জুন: সীমান্ত সন্ত্রাস নিয়ে ফের তোপ দাগলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (Jaishankar)। বিদেশমন্ত্রী বলেন, ভারত কোনওভাবেই সন্ত্রাসবাদকে বরদাস্ত করবে না। সীমান্ত সন্ত্রাসের দিকে তাকিয়ে ভারত কোনওভাবে ইসলামাবাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করবে না।  এবার ফের পাকিস্তানকে কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী। পাকিস্তান (Pakistan) যদি ভারতের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে ইসলামাবাদ জানে কী করতে হবে।  অর্থাৎ সীমান্ত সন্ত্রাস বন্ধ করলে তবেই ভারত, পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক গতি পেতে পারে বলে মন্তব্য করেন জয়শঙ্কর।

পাশাপাশি ভারতবর্ষের জাতীয় সুরক্ষার জন্য ৩৭০ ধারার অবলুপ্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন জয়শঙ্কর।