Jaisalmer School Gate Collapse (Photo Credits: X)

জয়সলমীরঃ দিন কয়েক আগেই রাজস্থানের ঝালাওয়ারে স্কুলের ছাদ ধসে সাত পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছিল। এবার রাজ্যের আরও একটি স্কুলে ঘটল দুর্ঘটনা। সোমবার জয়সলমীরের (Jaisalmer) পুনমনগরে একটি স্কুলের লোহার মূল ফটক আচমকা ভেঙে পড়ে এক পড়ুয়ার গায়ের উপর। মারা গিয়েছে ৯ বছরের ওই ছাত্র। ঘটনায় আহত হয়েছে ৫ বছরের এক শিশু পড়ুয়া এবং এক শিক্ষকও।

পুলিশ সূত্রে খবর, নিহত পড়ুয়ার নাম আরবাজ খান। তার স্কুলের কাছেই একটি গার্লস স্কুল রয়েছে। সেখানেই পড়ত আরবাজের দুই বোন। এদিন নিজের স্কুল ছুটি হওয়ার পর বোনদের স্কুল থেকে আনতে গিয়েছিল সে। বোনের স্কুলের গেটের বাইরে অপেক্ষা করছিল আরবাজ। এমন সময়ে আচমকাই লোহার ওই জরাজীর্ণ গেটটি ভেঙে পড়ে আরবাজের উপর। ওই কিশোরকে বাঁচাতে গিয়ে আহত হন স্কুলেরই এক শিক্ষক অশোক কুমার সোনি। আহত হয় ৫ বছরের এক ছাত্রী প্রিয়া।

বোনদের স্কুল থেকে আনতে গিয়ে মৃত্যু দাদার

স্কুলের অধ্যক্ষ সুমন বালা বলেন, 'আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা যাতে গেটের কাছে যেতে না পারে, জন্য আমরা গেটের কাছে কর্মী মোতায়েন করেছিলাম। কিন্তু বাইরে থেকে একটি শিশু আসে তারপর হঠাৎ এই দুর্ঘটনাটি ঘটে যায়। শিশুটিকে বাঁচাতে গিয়ে এক শিক্ষক আহত হন। গেটের জরাজীর্ণ অবস্থা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল। গেট ছাড়াও, স্কুলের ১২টি কক্ষের মধ্যে ২-৩টি কক্ষ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সেখানে ক্লাস নেওয়ার মতো অবস্থা নেই। তালাবদ্ধ হয়ে পড়ে রয়েছে।

জেলা প্রশাসক প্রতাপ সিং জানিয়েছেন, ঘটনাটি তদন্তের জন্য একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি নিয়ম অনুসারে মৃতদের পরিবার এবং আহতদের সহায়তা প্রদান করা হবে।