Jagdeep Dhankhar (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৪ ফেব্রুয়ারি:  এবার রাজ্য, রাজ্যপাল সংঘাত পৌঁছে গেল দিল্লির রাজনীতির অন্দরে। রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) নিয়ে রাজ্যসভায় আলোচনায় করতে হবে। এমনই দাবি জানান তৃণমূল কংগ্রেস সাংসদরা। তৃণমূল কংগ্রেস সাংসদদের ওই দাবি নাকচ হতেই তাঁরা রাজ্যসভা থেকে ওয়াকআউটট করেন। যা নিয়ে ফের রাজনৈতিক উত্তাপ আবার বাড়তে শুরু করে।

সম্প্রতি রাজ্যপালকে ট্যুইটারে 'ব্লক' করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সাংবাদিকদের সামনে প্রকাশ্যে সেই কথা তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যপালের ট্যুইটে তাঁর 'ইরিটেশন' হত। সেই কারণেই তিনি রাজ্যপালকে ট্যুইটারে ব্লক করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ট্যুইটের পর শোরগোল শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রীকে তিনি ট্যুইট করেননি। মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেন তাঁকে নিয়ে, তা প্রমাণ করতে পালে তিনি ইস্তফা দেবেন বলেও দাবি করেন জগদীপ ধনখড়।

আরও পড়ুন: Burdwan: বর্ধমানে নিয়ন্ত্রণ হারিয়ে রোগী নিয়ে পুকুরে পড়ে গেল অ্যাম্বুলেন্স, দেখুন ভিডিয়ো

রাজ্যপাল জগদীপ ধনখড়ের অপসারণ নিয়ে এর আগে ররাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind)  কাছে দাবি করেন তৃণমূল কংগ্রেস সুদীপ বন্দ্য়োপাধ্যায়। তবে তৃণমূল কংগ্রেস সাংসদের ওই দাবির পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কী সিদ্ধান্ত নেন, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।