দিল্লি, ১৪ সেপ্টেম্বর: ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় দিল্লি পুলিশের ইকনোমিক অফেন্স উইন্সের দফতরে হাজির হলেন জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। কনম্যান সুকেশ চন্দ্রশেখেরের সঙ্গে বলিউড অভিনেত্রীর যোগের বিষয়ে বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর্থিক তছরুপ মামলায় (Money Laundering Case) জ্যাকলিন ফার্নান্ডেজকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি পুলিশের তরফে প্রশ্নমালা তৈরি করা হয়েছে। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজের কতবার যোগাযোগ হয়েছে, সে বিষয়ে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।
রিপোর্টি প্রকাশ, জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে কনম্যান সুকেশের পরিচয় করান পিঙ্কি ইরানি। পিঙ্কি কীভাবে এবং কেন বলিউড অভিনেত্রীর সঙ্গে সুকেশ চন্দ্রশেখরের পরিচয় করান এবং আর্থিক তছরুপের বিষয়ে কী জানেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ফলে বুধবার সকালে দিল্লি পুলিশের ইকনোমিক অফেন্স উইন্সের অফিসে হাজির হন পিঙ্কি ইরানিও।
আরও পড়ুন: Pakistani Boat Seized: ভারতে প্রবেশের চেষ্টা? ২০০ কোটির মাদক সমেত পাকিস্তানি নৌকা আটক
Jacqueline Fernandez appears before Economic Offences Wing of Delhi Police in money laundering case
Read @ANI Story | https://t.co/f9kTJ3IXaO#JacquelineFernandez #moneylaunderingcase #SukeshChandrashekhar #DelhiPolice pic.twitter.com/vCWzuOnylx
— ANI Digital (@ani_digital) September 14, 2022
প্রসঙ্গত ২০০ কোচির আর্থিক তছরুপ মামলায় নাম জড়ানোর পর জ্যাকলিন ফার্নান্ডেজ এই মুহূর্তে দেশ ছাড়তে পারবেন না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।