সাংবাদিকের রহস্য মৃত্যুর ঘটনায় তোলপাড় উত্তরপ্রদেশ৷  গত ১৩ জুন রবিবার এবিপি নিউজের সাংবাদিক সুলভ শ্রীবাস্তবের মৃতদেহ পাওয়া যায়৷ এই ঘটনায় যোগী আদিত্যনাথের সরকারের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিভি৷ তাঁর অভিযোগ, মৃত সুলভ শ্রীবাস্তব প্রয়াগরাজ নিয়ে তদন্তমূলক খবর করছিলেন সেই জন্যেই তাঁকে খুন হতে হল৷   উত্তরপ্রদেশে ‘জঙ্গল রাজ’ চলছে৷

একই সঙ্গে  নামী হিন্দি সংবাদপত্রে এক সাংবাদিকের টুইটও শেয়ার করেছেন শ্রীনিবাস বিভি৷ যেখানে লেখা আছে রিপোর্টিং করতে গিয়ে প্রাণনাশের সম্ভাবনা বুঝতে পেরেই সুলভ শ্রীবাস্ত প্রয়াগরাজের এডিজি জোনের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেছিলেন৷ অর্থাৎ প্রয়াগরাজে তাঁর নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে প্রশাসনকে৷ গত শনিবার ১২ জুন আবেদনপ্তর জমা করেন সুলভ শ্রীবাস্তব৷ ঠিক পরের দিন অর্থাৎ ১৩ জুন রবিবার রহস্যজনক ভাবে তাঁর মৃত্যু হয়৷   

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)