দিল্লি, ১০ সেপ্টেম্বর: ইজরায়েল (Israel) যেভাবে কাতারে হামলা চালিয়েছে, তার নিন্দা করা হল ভারতের (India) তরফে। রিপোর্টে প্রকাশ, প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi) কাতারের (Qatar) শেখ তামিম হামাদ আল থানির সঙ্গে কথা বলেন। আর সেখানেই ইজরায়েলের দোহায় হামলার বিরুদ্ধে নিন্দা করেন।
যে ধরনের হামলা চালানো হয়েছে, তার বিরুদ্ধে সুর চড়ান প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি এই ধরনের হামলা না চালিয়ে যে কোনও বিষয় আলোচনার মাধ্যমে সেরে ফেলা উচিত বলেও প্রধানমন্ত্রী মত প্রকাশ করেন।
শুধু তাই নয়, দোহায় হামলা চালিয়ে ইজরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে জানান মোদী। পাশাপাশি কাতারে এই ধরনের হামলার বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী গভীর উদ্বেগও প্রকাশ করেন। নিজের এক্স হ্যান্ডেলের মাধ্যমে কাতারে আইডিএফের হামলার বিরুদ্ধে মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী।
সেই সঙ্গে ভারত সব সময় শান্তির পক্ষে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে যাতে শান্তি স্থাপন করা যায়, ভারত সব সময় সেই লক্ষ্যেই এগিয়ে যায় বলেও প্রধানমন্ত্রী জানান।
মঙ্গলবার কাতারের দোহার আকাশে হানা দেয় ইজরায়েলি বিমান। দোহায় হামাসের নেতারা লুকিয়ে থাকতে পারে, এই আশঙ্কা থেকে চালানো হয় হামলা। দোহায় যখই ইজরায়েলের বোমারু বিমান হামলা চালায়, সেই বিস্ফোরণের ধোঁয়া দেখে প্রমাদ গুনতে শুরু করে গোটা বিশ্ব। ইজরায়েল কেন এইভাবে কাতারে হামলা চালাল, তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন।
আর এবার দোহায় হামলার নিন্দা করা হল ভারতের তরফে।