আজ (বুধবার) হাওড়া ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। এখনও পর্যন্ত ৩৩টি এক্সপ্রেস ট্রেন, লোকাল ট্রেন এবং মেমু ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। সেইসঙ্গে একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ওই ট্রেনগুলি খড়্গপুর পর্যন্ত আসবে এবং খড়্গপুর থেকে ছাড়বে। হাওড়া বা শালিমারে আসবে না। সেইসঙ্গে ডাউন ট্রেন দেরিতে আসায় ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রবাদ ফলকনুমা এক্সপ্রেস, ২২৯০৬ শালিমার-ওখা এক্সপ্রেস, ১৫০২১ শালিমার-গোরখপুর এক্সপ্রেস, ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (মুম্বই) মেল, ১২১৩০ হাওড়া-পুণে আজাদ হিন্দু এক্সপ্রেসের মতো ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নির্দিষ্ট সময়ের পরে সেই ট্রেনগুলি ছাড়বে।
#ser #indianrailways pic.twitter.com/bpvngNUkir
— South Eastern Railway (@serailwaykol) July 4, 2023
বুধবার কোন কোন দূরপাল্লার ট্রেন ও কোন কোন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে রইল তার তালিকা-
#ser #IndianRailways pic.twitter.com/amyCpWKbCz
— South Eastern Railway (@serailwaykol) July 4, 2023
দূরপাল্লার ট্রেন বাতিলঃ-
১) ১২৮৮৩ সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস।
২) ১২৮৮৪ পুরুলিয়া-সাঁতরাগাছি রূপসী বাংলা এক্সপ্রেস।
৩) ১২৮৭১ হাওড়া-টিটিলাগড় ইস্পাত এক্সপ্রেস।
৪) ২২৮৬২ কাঁটাবাঞ্জী-হাওড়া ইস্পাত এক্সপ্রেস।
৫) ১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস।
৬) ১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস।
৭) ১২৮১৩ হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস।
৮) ১২৮১৪ টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস।
৯) ১২৮২৮ পুরুলিয়া-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।
১০) ১২৮২৭ হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস।
১১) ২২৮৯১ হাওড়া-রাঁচি ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস (ভায়া টাটানগর)।
১২) ২২৮৯২ রাঁচি-হাওড়া ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস (ভায়া টাটানগর)।
লোকাল ট্রেন বাতিলঃ-
১) ৩৮৭০৩ হাওড়া-খড়্গপুর লোকাল।
২) ৩৮৮০৫ হাওড়া-মেদিনীপুর লোকাল।
৩) ৩৮৮১৫ হাওড়া-মেদিনীপুর লোকাল।
৪) ৩৮৫০১ হাওড়া-বালিচক লোকাল।
৫) ৩৮৭১৭ হাওড়া-খড়্গপুর লোকাল।
৬) ৩৮৮০৯ হাওড়া-মেদিনীপুর লোকাল।
৭) ৩৮৭০৪ খড়্গপুর-হাওড়া লোকাল।
৮) ৩৮৭১৪ খড়্গপুর-হাওড়া লোকাল।
৯) ৩৮৫০২ বালিচক-হাওড়া লোকাল।
১০) ৩৮৭০৮ খড়্গপুর-হাওড়া লোকাল।
১১) ৩৮৮১২ মেদিনীপুর-হাওড়া লোকাল।
বুধবার কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে?
#ser #IndianRailways pic.twitter.com/4t88pWzfs4
— South Eastern Railway (@serailwaykol) July 4, 2023
১) ১৮০০৪ আদ্রা-হাওড়া রানি শিরোমণি এক্সপ্রেস: খড়্গপুর পর্যন্ত আসবে।
২) ১৮০০৩ হাওড়া-আদ্রা রানি শিরোমণি এক্সপ্রেস: খড়্গপুর পর্যন্ত যাত্রা শুরু করবে।
৩) ১৮০৪৩ হাওড়া-ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেস: খড়্গপুর থেকে যাত্রা শুরু হবে।
৪) ১৮০৪৪ ভদ্রক-হাওড়া বাঘাযতীন এক্সপ্রেস: খড়্গপুর পর্যন্ত আসবে।
৫) ১৮০০৮ ভঞ্জপুর-শালিমার সিমলিপাল ইন্টারসিটি এক্সপ্রেস: খড়্গপুর পর্যন্ত চলবে।
৬) ১৮০০৭ শালিমার-ভঞ্জপুর সিমলিপাল ইন্টারসিটি এক্সপ্রেস: খড়্গপুর থেকে ছাড়বে।
৭) ০৮০৬২ জলেশ্বর-হাওড়া মেমু স্পেশাল: খড়্গপুর পর্যন্ত আসবে।
৮) ১৮০৩৩ হাওড়া-ঘাটশিলা মেমু এক্সপ্রেস: খড়্গপুর থেকে যাত্রা শুরু করবে।