প্যান- আধার যোগ (Photo Credits: File Photo)

নতুন দিল্লি, ১৫ ফেব্রুয়ারি: প্যান (PAN) কার্ডের সঙ্গে আধার (Aadhaar) কার্ড সংযোগ করিয়েছেন? এখনও না করালে চলতি বছরের ৩১ মার্চের মধ্যে করিয়ে নিন। তা না করলে সমস্যায় পড়তে হতে পারে৷ ইনকাম ট্যাক্স আইনের (Income Tax Act) ১৩৯ (এএ) ধারা অনুযায়ী, আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে ৷ অর্থাৎ কাজ করবে না প্যান কার্ড। এর আগে ৮ বার প্যান ও আধার সংযোগের সময়সীমা বাড়ানো হয়েছে। শেষবার সময়সীমা ছিল গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর তা বাড়িয়ে ৩১ মার্চ করেছে আয়কর বিভাগ।

আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, চলতি বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত ৩০.৭৫ কোটি মানুষ এই সংযোগের কাজ করে ফেলেছেন। এখনও প্রায় ১৭.৫৮ কোটি মানুষের প্যান-আধার সংযোগ বাকি রয়েছে। যদি প্যানের সঙ্গে আধার লিঙ্ক না করান তাহলে একাধিক সমস্যায় পড়তে পারেন আপনি৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনলাইন আইটিআর ফাইল করতে পারবেন না৷ ট্যাক্স রিটার্ন করার সময় সমস্যায় পড়তে পারেন৷ কারণ, বাতিল হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড৷ আরও পড়ুন: West Bengal Madhyamik Exam 2020: মঙ্গলবার থেকে শুরু মাধ্যমিক, তারস্বরে মাইকিং, গান-বাজনা ঠেকাতে হোয়াটসঅ্যাপ করুন কলকাতা পুলিশকে

কীভাবে প্যান ও আধার লিঙ্ক করাবেন?

ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করতে পারবেন আপনি। পোর্টাল খোলার পর ‘Link Aadhaar’-এ ক্লিক করলে, নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে যথাস্থানে আপনার আধার নম্বর ও প্যান কার্ডের নম্বর ও নাম নথিভুক্ত করুন। পাশাপাশি আধারে যদি জন্ম তারিখ উল্লেখ থাকে তাহলে ক্লিক করুন চেক বক্সে। তারপর স্ক্রিনে আসা ক্যাপচা যথাস্থানে লিখে ফেলুন। এছাড়া বেছে নিতে পারেন ‘ওয়ান টাইম পাসওয়ার্ড’ পদ্ধতিও। তারপর ক্লিক করুন ‘লিঙ্ক আধার’-এ ।