বিশ্বের সেরা চিকেনের রেসিপির (World's Best Chicken Dishes) মধ্যে ভারতে বাটার চিকেন (Butter Chicken) স্থান পেল সেরা তিনে। বিশ্বের সেরা সমস্ত চিকেনের রেসিপির নিরিখে ৫০টি পদের তালিকা প্রকাশ করেছে টেস্ট অ্যাট লাস (Tasteatlas) নামক এক খাদ্য রেসিপি সমালোচক ওয়েবসাইট। সদ্য সেই ওয়েবসাইট বিশ্বের নানা প্রান্তের সমস্ত চিকেনের রেপিসি মধ্যে থেকে সেরা ৫০টির একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় ভারতের অতি জনপ্রিয় এবং সুস্বাদু বাটার চিকেন বা মুরগ মাখানি জায়গা করে নিয়েছে তৃতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছে ইরানের ঐতিহ্যবাহী জুজেহ কাবাব (Jujeh Kabab)। দ্বিতীয় স্থানে দক্ষিণ কোরিয়ার ডাক গালবি (Dak Galbi) বা স্পাইসি স্টির ফ্রায়েদ চিকেন। চতুর্থ স্থানে রয়েছে ভারতের চিকেন টিক্কা।
দেখুন সম্পূর্ণ তালিকা...
View this post on Instagram