নতুন দিল্লি, ১৫ জানুয়ারি: ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের (IBA) সঙ্গে বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পরে ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নগুলি দুদিনের ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ডাক দিয়েছে। ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি দেশব্যাপী এই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। সোমবার মুম্বইয়ে এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেয় ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন ও আইবিএ। আগামী ৩১ জানুয়ারি অর্থনৈতিক সমীক্ষা পেশ হবে। ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) সংসদে তাঁর দ্বিতীয় বাজেট (Union Budget) পেশ করবেন। তাই এই সময় ব্যাঙ্ক ধর্মঘট ডাকা বেশ তাৎপর্যপূর্ণ। ১ ফেব্রুয়ারি মাসের প্রথম শনিবার হওয়ায় বাজেটের দিন সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্ক খোলা থাকার কথা। এমনকি স্টক এক্সচেঞ্জগুলিও বিশেষত বাজেটের জন্য খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বেতন কাঠামো পুনর্বিন্যাস-সহ ব্যাঙ্কের কর্মীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে মাসের সব সপ্তাহেই ৫ দিন কাজ করবেন তাঁরা। গত বছর তাঁরা দাবি তুলেছিলেন মাসের দুটি সপ্তাহে তাঁরা পাঁচদিন কাজ করবেন। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন-এর পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় দাস জানিয়েছেন, ফেব্রুয়ারির পর মার্চ মাসের ১১, ১২ ও ১৩ তারিখে বন্ধ থাকবে ব্যাঙ্ক। সরকার ব্যাঙ্ক কর্মচারীদের দাবি না মানলে ১ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবে ব্যাঙ্ক কর্মচারীরা। আরও পড়ুন: Nirbhaya Case: নির্ভয়ার ধর্ষকদের নিস্তার নেই, ২২ জানুয়ারি ফাঁসি বহাল রাখল দিল্লি হাইকোর্ট
সূত্রের খবর, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারির বনধের পর অর্থমন্ত্রকের সঙ্গে দাবিদাওয়া নিয়ে আলোচনায় বসতে পারে ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নগুলি। সেই বৈঠকে কোনও রফাসূত্র না বেরলে মার্চে ফের ধর্মঘট ১১, ১২ ও ১৩ তারিখ। সূত্রের খবর, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারির বনধের পর অর্থমন্ত্রকের সঙ্গে দাবিদাওয়া নিয়ে আলোচনায় বসতে পারে ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নগুলি। সেই বৈঠকে কোনও রফাসূত্র না বেরলে মার্চে ফের ধর্মঘট ১১, ১২ ও