শনিবার রাতে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) হাইওয়ের পাশে একটি বাড়ি থেকে উদ্ধার হল ১০ মাসের কন্যাসন্তানের দেহ। ঘটনাটি ঘটেছে ভাদোহিতে ১৯ নম্বর জাতীয় সড়কের কাছে রাজাপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে শিশুর দেহ উদ্ধার করেছে। পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। যদিও দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না বলে প্রাথমিক তদন্তে দাবি পুলিশের। যদিও কে বা কারা দেহটি ফেলে রেখে গেছে তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ
জানা যাচ্ছে, শনিবার রাতে হাইওয়ের পাশে ২০০ মিটার দূরে ৫ ফুট উচ্চতায় অবস্থিত একটি পরিত্যক্ত বাড়ির মধ্যে থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। শিশুটির পরণে ছিল একটি পোশাক এবং টাওয়েলের ওপর শোয়ানো ছিল। শরীর ও পোশাকে কোনও রক্তের চিহ্নও ছিল না। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শিশুটি উচ্চবিত্ত পরিবারের সন্তান। যদিও তাঁর নাম, পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
পুলিশের অনুমান, তাঁকে অন্য কোথাও খুন করে দেহটি এই পরিত্যক্ত বাড়িতে ফেলে গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এলাকার সিসিটিভি ক্যামেরা দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।