Couple Representational Image (Photo Credit: File Photo)

দিল্লি, ৫ ডিসেম্বর: বিয়ের আগে পাত্রীর বাড়ি থেকে টাকা হাতিয়ে চম্পট দিল হবু বর। শুনতে অবাক লাগলেও এমন ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোর (Indore)। রিপোর্টে প্রকাশ, মধ্যপ্রদেশের ইন্দোরে এক ব্যক্তি বিয়ের নাম করে হবু শ্বশুরবাড়ি থেকে ৪.৯০ লক্ষ হাতিয়ে নেয়। শুধু তাই নয়, ওই ব্যক্তি নিজেকে তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ইঞ্জিনিয়র বলে দাবি করে। সেই সঙ্গে শহরে তা নিজের বাড়ি রয়েছে বলেও হবু শ্বশুরবাড়ির লোকের কাছে দাবি করে।

সক্ষম ত্রিপাঠী নামে ওই যুবক নিজের পরিচয় ইঞ্জিনিয়র হিসেবে দিয়ে, শহরে নিজের বড় বাড়ি রয়েছে বলে দাবি করে। ৪.৯০ লক্ষ টাকা হাতিয়ে সক্ষম ত্রিপাঠী ফাঁকি দিয়ে চলে যায়। সেই সঙ্গে সক্ষম সুনীল তিওয়ারির মেয়েকেও সে আর বিয়ে করেনি। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়ে যায় তোলপাড়।

জানা যায়, সক্ষমের মা সুনীল তিওয়ারির পরিবারের কাছ থেকে ৩.৪০ লক্ষ টাকা নগদ নেয়। এসবের পাশাপাশি সক্ষমকে ১.৫০ লক্ষ টাকার আসবাব পত্র দেয় সুনীল তিওয়ারির পরিবার। সবকিছু নিয়ে সক্ষম সেখান থেকে চম্পট দেয়। সক্ষম ত্রিপাঠী পালিয়ে যাওয়ার পরপরই সুনীল তিওয়ারির পরিবার পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ সক্ষমের খোঁজ শুরু করেছে। সেই সঙ্গে পণ নেওয়ার বিরুদ্ধেও দায়ের করা হয়েছে অভিযোগ।