দিল্লি, ২৬ জানুয়ারি: কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াই অব্যাহত ভারতের (India)। ৭৪তম প্রজাতন্ত্র দিবসে এবার ভারত পেল দেশের প্রথম ন্যাসাল ভ্যাকসিন। ভারত বায়োটেকের ইনকোভ্যাক প্রকাশ্যে আসে আজ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য প্রজাতন্ত্র দিবসে ইনকোভ্যাক ( iNCOVACC) প্রকাশ্যে আনেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই প্রথম বাজারে এল ভারতের ন্যাসাল ভ্যাকসিন ইনকোভ্যাক। কোভিড নিরোধক ন্যাসাল ভ্যাকসিন যদি কেউ সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য়কেন্দ্র থেকে নেন, তাহলে তার মূল্য ৩২৫ করে ধার্য হবে। কিন্তু যদি কেউ ভারত বায়োটেকের এই ন্যাসাল ভ্যাকসিন বেসরকারি জায়গা থেকে নেন,তাহলে তাঁকে ৮০০ করে দিতে হবে বলে খবর। কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইকে আরও জোরদার করতে ইনকোভ্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেন ভারত বায়োটেকের ডিরেক্টর কৃষ্ণ ইলা।
Happy Republic Day.... #republicday2023 #BharatBiotech #republicdayindia #RepublicDay #RepublicDayCelebrations #26january #intranasalvaccine #iNCOVACC #india #nation pic.twitter.com/8Jr1vqo64m
— BharatBiotech (@BharatBiotech) January 26, 2023
প্রসঙ্গত চিন (China) জুড়ে ফের থাবা বসাতে শুরু করেছে কোভিড। বেজিং থেকে সাংহাই বা উহান, দেশের সর্বত্র কোভিডের থাবা আরও জোরদার হচ্ছে। ফলে চিন থেকে যাতে কোনওভাবে এই ভাইরাস ভারতে সংক্রমণ ছড়াতে না পারে, তার জন্য সবদিক থেকে একাধিক পদক্ষেপ করা হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে।