নতুন দিল্লি, ১৯ আগস্ট: বুধবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In India) ২৮ লাখ ছুঁই ছুঁই। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৩১ জন। গতকাল সারাদিনে করোনার বলি ১ হাজার ৯২ জন। সবমিলিয়ে দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ৫২ হাজার ৮৮৯ জন। এই মুহূর্তে ভারতে মোট করোনা আক্রান্ত ২৭ লক্ষ ৬৭ হাজার ২৭৪ জন। এই মুহূর্তে সংক্রামিত ৬ লাখ ৭৬ হাজার ৫১৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৮৭১ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, সংক্রামিতর সংখ্যা দেশে প্রায় ৭ লাখের কাছাকাছি।
বুধবার আইসিএমআর জানিয়েছে, মঙ্গলবার ১৮ আগস্ট পর্যন্ত দেশে ৩ কোটি ১৭ লক্ষ ৪২ হাজার ৭৮২টি নমুনার করোনা টেস্ট হয়েছে। শুধু গতকাল মঙ্গলবারেই ৮ লাখ ১ হাজার ৫১৮ জনের করোনা টেস্ট হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে তৃতীয় করোনা বিধ্বস্ত দেশ হল ভারত। এদিকে ৬ লাখ ১৫ হাজার ৪৭৭ জন আক্রান্তকে নিয়ে দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে করোনার বলি ২০ হাজার ৬৮৭ জন। এরপর ৩ লাখ ৪৯ হাজার ৬৫৪ জন মোট আক্রান্তকে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে মৃত্যু মিছিলে শামিল ৬ হাজার সাত জন। সংক্রমণের নিরিখে দাক্ষিণাত্যের রাজ্যগুলি অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের পর একে একে রয়েছে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার। আরও পড়ুন-Pranab Mukherjee Health Update: চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রণব মুখার্জি, বাবার সুস্থতার জন্য প্রার্থনার আবেদন অভিজিৎবাবুর
Spike of 64,531 cases and 1092 deaths reported in India, in the last 24 hours.
The #COVID19 tally in the country rises to 27,67,274 including 6,76,514 active cases, 20,37,871 discharged/migrated & 52,889 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/vWHInDpgFW
— ANI (@ANI) August 19, 2020
মুম্বইতেই করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৪১০ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী ৯৩৪ জন। মঙ্গলবার সারাদিনে মুম্বইতে করোনায় মৃত্যু হয়েছে ৪৯ জনের। বৃহন্মুম্বই পুরসভার রিপোর্ট বলছে সবমিলিয়ে দেশের বাণিজ্য নগরীতে করোনার বলি ৭ হাজার ২১৯ জন। রাজধানীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ৫৪ হাজার ৬৪১। গতকাল সারাদিনে সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭৪ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ২২৬। কেরালায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫৮ জন। সবমিলিয়ে দক্ষিণ ভারতের এই রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৮৯৮ জন। সেখানে মৃত্যু মিছিলে শামিল ১৭৫ জন।