Anil Chauhan (Photo: Twitter)

নতুন দিল্লি, ৬ সেপ্টেম্বর: দিল্লিতে (Delhi) ধরা পড়ল ভারতের সবচেয়ে বড় গাড়িচোর (Car Thief)। ধৃতের নাম অনিল চৌহান (Anil Chauhan)। তার বিরুদ্ধে প্রায় ৬ হাজার গাড়ি চুরির অভিযোগ রয়েছে। তার মধ্যে পুলিশের রেকর্ডে রয়েছে ২০০টি মামলা। এখানেই শেষ নয়, অনিল তিন তিনটে বিয়েও করেছে। দেশের সবচেয়ে বড় গাড়ি চোর হিসেবে বিবেচিত অনিল এর আগে দু'বার গ্রেফতার হয়।

পুলিশ জানিয়েছে, প্রায় দুই দশক ধরে অনিল গাড়ি চুরি করে আসছিল। দিল্লি পুলিশের এক কর্তা বলেন, "অনিল চৌহান গাড়ি চুরি করে অসম-সহ উত্তর-পূর্ব ভারতে বিক্রি করত। যখন দিল্লি পুলিশ তার বিরুদ্ধে তদন্ত শুরু করে, তখন সে একটি অসমে পালিয়ে যায়। সেখানে সে গন্ডারের শিং পাচার শুরু করে। চোরাচালান করে অনিল প্রচুর টাকা-পয়সা করেছিল, যা ইডি বাজেয়াপ্ত করেছিল।" আরও পড়ুন: New Delhi: কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে বদলে যাচ্ছে ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা দিল্লির জনপ্রিয় রাস্তার নাম!

২০১৫ সালে একজন স্থানীয় বিধায়কের সঙ্গে অনিলকে আটক করেছিল অসম। এরপর সে আবার গাড়ি চুরিতে লিপ্ত হয় এবং অস্ত্র পাচারও শুরু করে। পুলিশের ওই আধিকারিক জানিয়েছেন যে চোরাই গাড়িতে অস্ত্র সরবরাহ করতে দিল্লিতে এসেছিল অনিল। সেন্ট্রাল দিল্লি পুলিশের স্পেশাল স্টাফ এই বিষয়ে একটি গোপন খবর পেয়েছিল। এরপর তারা অভিযান চালিয়ে মধ্য দিল্লি এলাকা থেকে তাকে আটক করে। তার কাছ থেকে ছ'টি পিস্তল ও সাতটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।