Indian Student Murdered In Canada (Photo Credit: X)

 দিল্লি, ৮ অগাস্ট: ভারতীয় ছাত্রীকে (Indian Student) খুন করা হল কানাডায় (Canada)। প্রকাশ্যে গুলি করে খুন (Murder) করা হল বছর ২১-এর হরসিমরত কউর রনধাওয়াকে। ৩ রাউন্ড গুলি ছুঁড়ে খুন করা হয় হরসিমরত রনধাওয়াকে। যে ঘটনায় এবার গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। জারডেইন নামে এক ব্যক্তিকে। হ্যামিলটন পুলিশের তরফে জারডেইন নামে বছর ৩৬-এর ওই ব্যক্তিকে নায়গ্রা ফলসের কাছ থেকে গ্রেফতার করা হয় বলে খবর।

কানাডার একটি কলেজে পড়াশোনা করছিলেন হরসিমরত রনধাওয়া। সাইকোথেরাপি নিয়ে পড়ছিলেন তিনি। গত ১৭ এপ্রিল কলেজ থেকে বেরিয়ে হরসিমরত যখন বাসস্টপে দাঁড়িয়েছিলেন, সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় হরসিমরত রনধাওয়াকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু লাভ হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই হরসিমরত রনধাওয়ার মৃত্যু হয় বলে জানা যায়।

জানা যায়, হরসিমরত কউর যখন  রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন, সেই সময় তাঁর কাছে একটি গাড়ি এসে দাঁড়ায়। ওই গাড়ি থেকে ৪ জন নামে এবং গুলি চালাতে শুরু করে। তবে হরসিমরতকে লক্ষ্য করে গুলি চালানো হয়নি বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। গোলাগুলির জেরেই ওই ভারতীয় কলেজ পড়ুয়ার কানাডার রাস্তায় মৃত্যু হয় বলে জানা যায়।

ওই ঘটনায় একজনকে গ্রেফতার করা হলেও, বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

আরও পড়ুন: Kapil Sharma's Kap's Cafe Firing: কপিল শর্মা বিষ্ণোই গ্যাংয়ের নজরে? দ্বিতীয়বার ক্যাপস ক্যাফেতে গুলি চালাল গ্যাংস্টার গোল্ডি ধিঁলো, দেওয়া হল হুমকি, দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত কানাডার সুরেতে বৃহস্পতিবার কপিল শর্মার ক্যাফে লক্ষ্য করে গুলি চালানো হয়। এই নিয়ে চলতি মাস থেকে পরপর ২বার ক্যাপস ক্যাফে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কপিল শর্মার ক্যাফেতে গুলি চালানোর দায় স্বীকার করা হয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে। গোল্ডি ধিঁলো ওই ঘটনার দায় স্বীকার করে। শুধু তাই নয়, কপিল শর্মা যদি তাদের পাত্তা না দেন, তাহলে পরের হামলা মুম্বইতে হবে বলেও দেওয়া হয় হুমকি।

কানাডায় যে ভারতীয়দের উপর হামলার ঘটনা ক্রমাগত বাড়ছে, তা স্পষ্ট।