মুম্বই, ৭ অগাস্ট: ফের গুলি চালানো হল কপিল শর্মার (Kapil Sharma's Cafe) ক্যাফে লক্ষ্য করে। কানাডায় কপিল শর্মার যে ক্যাপস ক্যাফে (Kap's Cafe) রয়েছে, তা লক্ষ্য করে চলল গুলি। এই নিয়ে গত মাসের মধ্যে দ্বিতীয়বার হামলা চালানো হল। গ্য়াংস্টার গোল্ডি ধিঁলোর তরফে ক্যাফে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার কথা স্বীকার করা হয়।
প্রসঙ্গত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (Lawrence Bishnoi Gang) সদস্য এই গোল্ডি ধিঁলো। বিষ্ণোই গ্যাংয়ের সদস্য গ্যাংস্টারের তরফে ক্যাপস ক্যাফেতে দ্বিতীয়বার গুলি চালানোর কথা স্বীকার করা হয়। গোল্ডি ধিঁলোর তরফে ওই গুলি চালানোর ঘটনা সরাসরি স্বীকার করে নেওয়া হয়।
ক্যাফেতে গুলি চালানোর দায় স্বীকারের পাশাপাশি কার্যত হুমকিও দেওয়া হয় কপিল শর্মাকে। এর আগে কপিলকে এ বিষয়ে সতর্ক করা হয়। তবে কপিল শোনেননি। এরপরও যদি কপিল না শোনেন, তাহলে মুম্বইতে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে দেওয়া হয় হুমকি।
দেখুন কানাডার সুরেতে ক্যাপস ক্যাফে লক্ষ্য করে কীভাবে গুলি চালানো হল...
Video of Firing at KAPS CAFE of Kapil Sharma #Surrey #Canada https://t.co/ArOnccQHax pic.twitter.com/sRShCU725g
— Akashdeep Thind (@thind_akashdeep) August 7, 2025
প্রসঙ্গত প্রথমবার যখন কপিল শর্মার ক্যাফেতে গুলি চালানো হয়, তখন তিনি ভয় না পেয়ে নিজের বক্তব্য প্রকাশ করেন। কপিল বলেন, গুলি চালিয়ে তাঁকে ভয় দেখানো যাবে না। তিনি কানাডায় ক্যাপস ক্যাফে চালাবেনই।
জনপ্রিয় কৌতুক শিল্পী কপিল শর্মার ওই বক্তব্যের পর ফের তাঁর ক্যাপস ক্যাফে লক্ষ্য করে বিষ্ণোই গ্যাংয়ের তরফে চালানো হল গুলি।