Kap's Cafe Firing (Photo Credits: X)

দুষ্কৃতী হামলা চলেছে কানাডায় কপিল শর্মার (Kapil Sharma) ক্যাফেতে। মাত্র এক সপ্তাহ আগে কানাডার (Canada) ব্রিটিশ কলম্বিয়ায় বিখ্যাত কৌতুকশিল্পী কপিল শর্মা একটি ক্যাফে খুলেছেন। যার নাম 'ক্যাপস ক্যাফে' (Kaps Cafe)। আর সেখানেই ৯ জুলাই মধ্যরাত ১টা নাগাদ গুলিবর্ষণ করে দুষ্কৃতীরা। কপিলের ক্যাফে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। দুষ্কৃতী হামলায় এখনও পর্যন্ত কোন হতাহতের খবর নেই। খালিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হরজিৎ সিংহ লাড্ডি হামলার ঘটনার দায় স্বীকার করেছে। 'ক্যাপস ক্যাফে'তে দুষ্কৃতী হামলা (Kaps Cafe Firing) নিয়ে এখনও পর্যন্ত কপিল শর্মার তরফে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ক্যাফের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে এই সন্ত্রাস হামলার নিন্দা করা হয়েছে। সেই সঙ্গে হাল না ছাড়ার বার্তাও দেওয়া হয়েছে।

ক্যাপস ক্যাফেতে সন্ত্রাস হামলা

দ্য ক্যাপস ক্যাফে-র (The Kaps Cafe) সোশ্যাল হ্যান্ডেল থেকে বিবৃতি শেয়ার করে জানানো হয়েছে, 'সুস্বাদু কফি এবং বন্ধুত্বপূর্ণ কথোপকথনের মাধ্যমে আনন্দ ছড়িয়ে দেওয়ার আশা নিয়ে এই ক্যাপে খুলেছিলাম আমরা। সেই স্বপ্নের সঙ্গে সহিংসতা মিশে যাওয়া হৃদয়বিদারক। আমরা এই ধাক্কা সামলাচ্ছি কিন্তু হাল ছাড়ছি না'।

Kap's Cafe Firing (Photo Credits: Instagram)
Kap's Cafe Firing (Photo Credits: X)
Kap's Cafe Firing (Photo Credits: X)

এই বিপদের দিনে যারা ক্যাফের জন্যে প্রার্থনা করেছেন, ক্যাফেকর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছেন, মনোবল বাড়িয়েছেন - তাঁদের সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে এও জানানো হয়েছে, শীঘ্রই ক্যাফেটি খোলা হবে।

কপিলের ক্যাপস ক্যাফে লক্ষ্য করে গুলি

৯ জুলাই মধ্যরাতে কপিলের ক্যাফেতে হামলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওটিতে আক্রমণকারীকে একটি গাড়ি থেকে রেস্তোরাঁর দিকে নির্বিচারে গুলি চালাতে দেখা গিয়েছে। যদিও সেই সময় ক্যাফেতে কোনও গ্রাহক উপস্থিত ছিলেন না। তবে গুলিবর্ষণের ফলে সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সঙ্গে রেস্তোরাঁর সুনামও ক্ষুণ্ণ হয়েছে।