Indian Railways : মাস্ক না পরে ট্রেনে উঠলে গুনতে হবে মোটা জরিমানা, বড় ঘোষণা রেলের
বড় ঘোষণা রেলের

দিল্লি, ১৭ এপ্রিল :  মাস্ক না পরলে গুনতে হবে জরিমানা (Fine)। রেলের সীমানার মধ্যে মাস্ক না পরে হাজির হলে, ৫০০টাকা এবং তার বেশি জরিমানা গুনতে হবে বলে স্পষ্ট জানানো হয়েছে রেলের (Rail) তরফে।  অর্থাত মাস্ক না পরে ট্রেনে উঠলে বা প্ল্যাটফর্মে (Platform) হাজির হলে, মোটা অঙ্কের জরিমানা এবার থেকে গুনতে হবে বলে স্পষ্ট জানানো হয়েছে।

 

করোনার (Corona) দ্বিতীয় ঢেউ থাবা বসাতে শুরু করেছে প্রায় গোটা দেশ জুড়ে। দিল্লি, মুম্বই (Mumbai), কর্নাটক, কেরলের পাশাপাশি  পশ্চিমবঙ্গেও বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা।

করোনা (COVID 19)পরিস্থিতিতে  সবাই যাতে ঘরের মধ্যে থেকে পরিস্থিতির মোকাবিলা করেন, সে বিষয়ে আবেদন জানানো হয় কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে।