দিল্লি, ১৭ এপ্রিল: বাংলাদেশ (Bangladesh), নেপাল (Nepal), ভূটান (Bhutan), মালয়েশিয়া, শ্রীলঙ্কা দিয়ে বিচার করবেন না। বিশ্বের উন্নত দেশগুলিতে ভারতীয় পাসপোর্টের (Indian Passport) মূল্য কতটা, সেটা জানুন। ভারত যেখানে বিশ্বের উন্নত দেশগুলির মধ্যে একটি। যেখানে সেনা শক্তিতে ভারত বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে অন্যতম, সেখানে পাসপোর্টের মূল্য কীভাবে কমে যাচ্ছে? ভারতীয় পাসপোর্ট নিয়ে বেশ কয়েকটি দেশে প্রবেশ করতে গেলে, তাঁকে বাধা দেওয়া হয়। যার জেরে এবার ভারতীয় পাসপোর্টের মূল্য কেন কমে যাচ্ছে বলে প্রশ্ন তোলেন এক ট্রাভেল ভ্লগার।
'অন রোড ইন্ডিয়ান' নামে ওই ট্রাভেল ভ্লগার বলেন, ভারতের এই একটি জিনিস, যার কোনও মূল্য নেই। থাইল্যান্ড, শ্রীলঙ্কা, সিঙ্গাপুরে প্রবেশ করতে পারলেই যদি আপনি খুশি হয়ে যান, তাহলে এই সমস্যার কথা বুঝবেন না। পকেটে অর্থ এবং হাতে উপযুক্ত তথ্য থাকা সত্ত্বেও কেন ভারতীয় পাসপোর্ট জাপান, ইউএস কিংবা ইউকে-র দেশগুলিতে ভারতীয়দের প্রবেশের ক্ষেত্রে বাধা হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন ওই ট্রাভেল ভ্লগার।
ভারতীয় পাসপোর্ট নিয়ে কী বললেন ওই ট্রাভেল ভ্লগার দেখুন...
View this post on Instagram
সম্প্রতি তিনি যেকটি উন্নত দেশে যাওয়ার চেষ্টা করেন, সেখানে ভারতের পাসপোর্ট দেখে তাঁকে ফেরৎ পাঠানো হয়। শুধুমাত্র শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনকে চিনলে কীভাবে হবে, গোটা বিশ্বে যাতে ভারতীয় পাসপোর্টের মূল্য বৃদ্ধি পায়, সে বিষয়ে সওয়াল করেন ওই ট্রাভেল ভ্লগার।