Jammu And Kashmir (Photo Credit: X@RakshaSamachar)

গত শুক্রবার রাত থেকেই জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) বেশ কয়েকটি জায়গায় জঙ্গিদের গতিবিধি চিহ্নিত করেছে ভারতীয় সেনা। একদিকে কিশতওয়ারে জঙ্গিদের খতম করতে এনকাউন্টার অভিযান জারি রয়েছে। তেমনই উধমপুর সেক্টরেও অব্যাহত সেনা-জঙ্গির গুলির লড়াই। আর এই অভিযানেই শহিদ হয়েছেন। গতকাল রাতেই গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এবং শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। শহিদ জওয়ান ল্যান্স দফাদার বলদেব চাঁদ।

সেনা-জঙ্গির গুলির লড়াই অব্যাহত

জানা যাচ্ছে, উধমপুরের কাঞ্জি এলাকার দুদু বসন্তগড় অঞ্চলে জঙ্গিদের গতিবিধি খবর আসে জম্মু-কাশ্মীর পুলিশের কাছে। তারপর স্থানীয় পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ, ভারতীয় সেনার যৌথ বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। দুপক্ষের প্রবল গুলির লড়াই চলে এলাকায়। আর তাতেই গুরুতর আহত হয়েছিলেন বলদেব চাঁদ। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন হোয়াইট নাইট কর্পস।

লস্কর-ই-তইবার জঙ্গিরা হামলা চালাচ্ছে

জানা যাচ্ছে, পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার জঙ্গিরা সীমান্ত থেকে ভারতে প্রবেশ করছে। কিশতওয়ারেও লস্কর জঙ্গিদের উপস্থিতি পাওয়া গিয়েছে। যদিও এখনও পর্যন্ত কতজন জঙ্গি খতম হয়েছে, তা স্পষ্টভাবে কিছু জানানো হয়নি ভারতীয় সেনার পক্ষ থেকে।