দিল্লি, ২৭ অক্টোবর: আমেরিকা (US) থেকে ভারতে (India) ফেরৎ পাঠানো হল ৫৪ জনকে। নতুন করে এই ৫৪ জনকে আমেরিকা থেকে ভারতে ফেরৎ পাঠানো হয়। ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সরকার নতুন করে যে ৫৪ জনকে ভারতে ফেরৎ পাঠিয়েছে, তাঁরা প্রত্যেকে বেআইনিভাবে 'ডাঙ্কি রুট' ধরে আমেরিকায় পৌঁছেছেন বলে দাবি করা হয় ওয়াশিংটনের তরফে।
যে ৫৪ জনকে নতুন করে ভারতে ফেরৎ পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে ১৬ জন কারনালের, ১৫ জন কাটিহালের,আম্বালার ৫জন, যমুনা নগর এবং কুরুক্ষেত্রের ৪ জন করে, ৩ জন ঝিন্দের, ২ জন সোনিপথের, পাঁচকুলা, পানিপথ, রোহতক এবং ফতেহাবাদের ১ জন করে বলে জানা যাচ্ছে।
আবার নতুন করে ৫৪ জনকে ভারতে ফেরাল আমেরিকা...
The US has deported 54 youths from Haryana, India, for allegedly entering the country through the illegal “Donkey Route.” They arrived at Delhi’s Indira Gandhi International Airport. According to police, 16 are from Karnal, 15 from Kaithal, 5 from Ambala, 4 each from Yamuna Nagar… pic.twitter.com/0iHDCeaFoL
— Gagandeep Singh (@Gagan4344) October 27, 2025
রিপোর্টে প্রকাশ, যে ৫৪ জনকে নতুন করে ভারতে ফেরৎ পাঠানো হয়েছে, তাঁদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে এসে নামে মার্কিন বিমান। আর সেখানেই আমেরিকার উড়ান থেকে নামেন ওই ৫৪ জন।
আমেরিকা থেকে ফেরার পর ওই ৫৪ জনকে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আমেরিকা থেকে ভারতে যাঁরা এসেছেন, তাঁদের কারও বিরুদ্ধে কোনও অভিযোগ কেউ দায়ের করেননি বলেও জানা যাচ্ছে।
আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর জানানো হয়, এবার থেকে আর অবৈধ অভিবাসীদের সে দেশে জায়গা দেওয়া হবে না। অবৈধভাবে, বেআইনিভাবে যে অভিবাসীরা আমেরিকায় গিয়েছেন, তাঁদের প্রত্য়েককে নিজের নিজের দেশে ফেরানো হবে বলে জানান ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের ওই নির্দেশের পর থেকেই একের পর এক করে বিভিন্ন দেশের অভিবাসীদের আমেরিকা থেকে ফেরৎ পাঠানো হচ্ছে।