দিল্লি, ৯ জুন: ভারতে (India) কি করোনার (Corona) চতুর্থ ঢেউ থাবা বসাতে চলেছে? বৃহস্পতিবার গোটা দেশে সংক্রমণ ৭ হাজারে পৌঁছতেই এবার বিশেষজ্ঞরা সতর্কতা জারি করতে শুরু করেছেন। সংবাদ সংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে এক চিকিৎসা বিশেষজ্ঞ জানান, করোনার একাধিক প্রজাতি সংক্রমণ শুরু করলে, কোভিডের চতুর্থ ঢেউয়ের থাবা বসানোর আশঙ্কা রয়েছে বলে জানানো হয়।
এসবের পাশাপাশি ওই চিকিৎসা বিশেষজ্ঞ আরও জানান, বর্তমানে মানুষ বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে শুরু করেছেন। কোভিড (COVID 19) নিয়মবিধি ভাঙতে শুরু করেছেন মানুষ। কোভিড নিয়মবিধি লঙ্ঘনের জেরেই বর্তমানে কোভিডের সংক্রমণ বাড়তে শুরু করেছে বলে খবর। ফলে মাস্ক পরছেন না অনেকেই। মাস্ক না পরাতেই কোভিড সংক্রমণ ক্রমাগত বাড়তে শুরু করেছে বলে জানান ওই বিশেষজ্ঞ।
আরও পড়ুন: Salman Khan: সলমন খানকে হুমকি, পুণেতেই লুকিয়ে রহস্য? উত্তর খুঁজছে মুম্বই পুলিশ
সবকিছু মিলিয়ে মাস্ক না পরে কোভিডবিধি শিঁকেয় তুলতেই ফের করোনা নতুন করে থাবা বসাতে শুরু করেছে বলে মনে করছেন চিকিৎসকরা।