প্রতীকী ছবি (Photo Credits: unsplash and Wikimedia Commons)

নয়াদিল্লি: ২০২২ সালে ২৩ বড় কোম্পানি (Unicorns) তৈরি করে প্রতিবেশী দেশ (neighbouring country) চিনকে (China) ফের একবার টপকে গেল ভারত (India)। বুধবার এই বিষয়ে একটি রিপোর্ট (report) প্রকাশ পেয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালে ভারতে ২৩টি বড় কোম্পানি তৈরি হয়েছে। আর প্রতিবেশী চিন এক বিলিয়ন মার্কিন ডলার বা তার কিছু বেশি মূল্যের ১১টি এই ধরনের স্টার্টআপ (startups) শুরু করতে সক্ষম হয়েছে।

আইভিসিএ-বেন অ্যান্ড কোং (IVCA-Bain & Co)-এর প্রকাশিত ওই রিপোর্ট অনুযায়ী, এই নিয়ে দ্বিতীয়বার এই ঘটনা ঘটল। ২০২২ সালে ভারতে নতুন ২৩টি বড় সংস্থা তৈরি হয়েছে এর ফলে এই দেশে মোট ৯৬টি বড় কোম্পানি তৈরি হল। সেখানে গত এক বছরে চিনে তৈরি হয়েছে মাত্র ১১টি সংস্থা।

তবে ২০২১ সালের থেকে এবছর ভারতে অর্ধেক কোম্পানি তৈরি হয়েছে বলে প্রকাশ পেয়েছে ওই রিপোর্টে। ওই বছর ভারতে রেকর্ড সংখ্যক ৪৪টি বড় সংস্থা তাদের অফিস খুলেছিল। এর ফলে সংখ্যাটি গিয়ে পৌঁছে ছিল ৭৩টিতে।

ওই রিপোর্ট অনুযায়ী, এই বছরে ভারতে যে ২৩টি নতুন বড় সংস্থা খুলেছে তার মধ্যে ৯টি খোলা হয়েছে দেশের প্রথম তিনটি মেট্রো শহরের বাইরে। এর ফলে মেট্রো নয় এরকম এলাকায় কোম্পানি খোলার বিষয়টি ১৮ শতাংশ বৃদ্ধি পেল। তবে ২০২১ সালে যেখানে কোম্পানি খুলতে বিনিয়োগ হয়েছিল ৩৮.৫ বিলিয়ন মার্কিন ডলার এবার সেটা কমে ২৫.৭ বিলিয়ন ডলার হয়েছে। আরও পড়ুন: Govt tells Rajya Sabha: তিন বছরে আত্মঘাতী হয়েছেন ৪৩৬ জন CAPF জওয়ান, রাজ্যসভায় জানাল কেন্দ্র