দিল্লি, ২৫ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) রাশিয়া (Russia) সফর নিয়ে মার্কিন প্রতিনিধির মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুলল দিল্লি (Delhi)। প্রধানমন্ত্রী মোদীর রাশিয়া সফরে আমেরিকার (US) উষ্মা প্রকাশের পর দিল্লির তরফে পালটা 'পছন্দের স্বাধীনতা আছে' বলে মন্তব্য করা হয়। রাশিয়ার সঙ্গে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, তার উপর ভিত্তি করেই প্রধানমন্ত্রী মোদীর মস্কো সফর বলে বৃহস্পতিবার বিবৃতি প্রকাশ করে জানানো হয় দিল্লির তরফে।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal)। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক পারস্পরিক সম্পর্কের উপর নির্ভর করে। এই বহুমুখী বিশ্বে কে কার বন্ধু হবে, তা পছন্দের স্বাধীনতা প্রত্যেক দেশের রয়েছে বলে মন্তব্য করেন রণধীর জয়সওয়াল। তাই দ্বিপাক্ষিক সম্পর্ক যে পারস্পরিক বিশ্বাসের উপর গড়ে ওঠে, সেই সম্পর্কে প্রত্যেকের অবগত হওয়া এবং সচেতনার প্রয়োজন আছে বলেও জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে।