নতুন দিল্লি, ২৯ মে: ক দিন আগেও দেশে দৈনিক করোনা (Dail Corona Virus Cases in India) সংক্রমণের দু হাজারের কাছাকাছি চলে গিয়েছিল। সংক্রমণের হারও অনেকটাই কমে এসেছিল। কিন্তু আবার দেশে করোনা নিয়ে চিন্তা বাড়িয়ে দৈনিক আক্রান্তের সংখ্যা তিন হাজারের আরও কাছাকাছি চলে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ২,৮২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যেখানে শুক্রবার দেশে কোভিডে দৈনিক আক্রান্তের সংখ্যাটা ছিল ২ হাজার ৬৮৫ জন। কোভিডের কারণে গতকাল, শনিবার দেশে ১৪জন মারা গিয়েছেন। করোনাকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৫জন সুস্থ হয়েছেন। দেশে এখন মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮৭ জন। দৈনিক সংক্রমণের হার ০.৬০%। সরকারী হিসেবে অনুযায়ী ভারতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ৫৮৬ জন।
তবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় অস্ত্র টিকাকরণে দ্রুত এগিয়ে চলেছে দেশ। দেশে ১৯৩ কোটি ২৮ লক্ষ ৪৪ হাজার করোনা ডোজ দেওয়া হয়ে গিয়েছে। দেশের প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার ৮৮ শতাংশেরও বেশি মানুষের সম্পূর্ণ টিকাকরণ হয়ে গিয়েছে বলে গতকাল, শনিবার জানিয়েলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া। আরও পড়ুন: দু মাসের কঠোর লকডাউনে সাংহাই এখন যেন ভূতের শহর
দেখুন টুইট
#COVID19 | India reports 2,828 fresh cases, 2,035 recoveries, and 14 deaths, in the last 24 hours.
Total active cases are 17,087. Daily positivity rate 0.60% pic.twitter.com/8dUi4o7kGt
— ANI (@ANI) May 29, 2022
২০২১ সালের ১৬ জানুয়ারি থেকে দেশব্যাপী কোভিড টিকাকরণ (Vaccination In India) শুরু হয়েছিল। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে টিকা সরবরাহ করছে কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, আজ সকাল ৭টা পর্যন্ত দেশে ১৯৩ কোটি ১৩ লাখ ৪১ হাজার ৯১৮ ডোজ টিকা দেওয়া হয়েছে।