নতুন দিল্লি, ২০ মার্চ: ভারতে ফের করোনা ভাইরাসের দাপট বাড়ার ইঙ্গিত! গত ২৪ ঘণ্টায় দেশে ৪ জন কোভিডের কারণে মারা গিয়েছেন। মৃতদের মধ্যে দুই জন রাজস্থানের, একজন করে কেরল ও কর্ণাটকের। ভারতে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ৯১৮। রবিরারের দেওয়া তথ্যে দেখা গিয়েছিল, দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছিল। গত এক সপ্তাহে ভারতে করোনার কারণে মারা গিয়েছেন ২০ জন। দৈনিক করোনা সংক্রমণের হার ২.০৮ শতাংশ।
ভারতে এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬৩৫০। ভারতে করোনা আক্রান্তদের ৭০ শতাংশ গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র ও কেরলের। তাদের মধ্য়ে গুজরাটে করোনা আক্রান্তের সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশী বাড়ছে।
দেখুন টুইট
India registers 918 new cases of #COVID19 in last 24 hrs.
479 people also recovered during the same period. pic.twitter.com/6TUFxU5ZTn
— All India Radio News (@airnewsalerts) March 20, 2023
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৪৪ হাজার ২২৫টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে।