COVID 19 (Photo Credit: Twitter)

নতুন দিল্লি, ২৫ ডিসেম্বর: চিন, জাপানে করোনা ভাইরাসের দাপট বাড়ায় ভারতে আশঙ্কার কালো মেঘ। দেশবাসীকে মাস্ক পরার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক দূরত্ব বিধি মেনে চলা, মাস্ক-স্যানিটাইজার ব্যবহারের অনুরোধ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। বিমানবন্দরে শুরু হয়েছে করোনা পরীক্ষাও।

তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য কিন্তু বলছে দেশের করোনা পরিস্থিতি সম্পূর্ণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২২৭ জন আক্রান্ত হয়েছে। আরও পড়ুন-সান্তা ক্লজের সঙ্গে জল সওয়ারি, খ্রিষ্টমাসে অভিনব আয়োজন মধ্যপ্রদেশ পর্যটন বিভাগের

তার আগের দিন যে সংখ্য়াটা ছিল ২০১ জন। তবে দৈনিক আক্রান্তের মত সক্রিয় কেসের সংখ্যা বেড়েছে। দেশে এখন করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩,৪২৪। তার আগের দিন যেটা ছিল ৩ হাজার ৩৯৭।

দেখুন টুইট

এদিকে, এদিকে, গত ২০দিনে চিনে ২৫ কোটি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। চিনের করোনা গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখি হয়েছে তাতে নতুন বছরের গোড়ায় দেশে ৩০ লক্ষ ৭০ হাজার মানুষ প্রতিদিন করোনায় আক্রান্ত হবেন। আর ২০২৩ সালের মার্চে দৈনিক আক্রান্ত ৪০ লক্ষ ছাপিয়ে যাবে।

অন্যদিকে, জাপানেও করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। জাপানে গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৭৭ হাজার ৬২২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিডের কারণে জাপানে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন মোট ৩৩৯ জন। টোকিও সহ জাপানের বিভিন্ন হাসপাতালে কোভিড রোগীদের ভিড় বাড়ছে।