Coronavirus (Photo Creadits: ANI)

নতুন দিল্লি, ৬ মে: দেশকে স্বস্তি দিচ্ছে করোনা ভাইরাস (Corona Virus) পরিসংখ্যান। ভারতে কোভিডে (Covid-19) দৈনিক সংক্রমণ লাফিয়ে লাফিয়ে কমতে কমতে তিন হাজারের নিচে চলে গেল। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার থেকে নেমে গেল ৩০ হাজারে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২ হাজার ৯৬১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সক্রিয় আক্রান্তের সংখ্যা এখন ৩০ হাজার ৪১ জন।

কয়েক দিন আগেও ফের ভারতে রক্তচক্ষু বের করেছিল করোনা ভাইরাস। দৈনিক সংক্রমণ বাড়তে বাড়তে ১৫ হাজার ছাড়িয়েছিল। আতঙ্কে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক সহ জারি করা হয়েছিল কোভিড বিধি।

দেখুন টুইট

কিন্তু যেভাবে মাত্র কয়েক দিনের মধ্যেই লাফিয়ে লাফিয়ে বড়ে ১৫ হাজার ছাড়িয়েছিল দৈনিক সংক্রমণ, তেমন ভাবেই কমল করোনা। গুজরাটে একটা সময় বেশ বেড়েছিল সংক্রমণ। সেখানে এখন তলানিতে ঠেকেছে সংক্রমণ। দিল্লি, কেরলের অবস্থা নিয়ন্ত্রণে।