৭মে,২০১৯: যুদ্ধাস্ত্র কেনায় গত পাঁচ বছরের রেকর্ড ধরে রাখল ভারত(India)। আমেরিকাও(America) এখানে পিছনে পড়ে গিয়েছে। গত পাঁচ বছরে ভারতের যুদ্ধাস্ত্র কেনার পরিমাণ বেড়েছে ২৪ শতাংশ। স্টকহোম ইন্টারন্যাশলান পিস রিসার্চ ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে গত পাঁচ বছরে ১০০ বিলিয়ন ডলার অস্ত্র কেনায় খরচ করেছে ভারত।

এখানে জানিয়ে রাখা জরুরি এই পাঁচ বছর কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। এবং ভারতের সঙ্গে পাকিস্তানের(Pakistan) সম্পর্কের অবনতি তলানিতে এসে ঠেকেছে। সার্জিকাল স্ট্রাইক, বালাকোট (Balakot)এয়ার স্ট্রাইকের মত ঘটনা ঘটেছে। ফলে তাতে যে যুদ্ধাস্ত্রের ক্রয় বেশি হবে তা বলাই বাহুল্য। ২০১৮–১৯ আর্থিক বর্ষে সরকার ৯৯,৫৬৫ কোটি টাকা অস্ত্র কেনায় বরাদ্দ করা হয়েছে।