দীর্ধ কয়েকবছর ধরে আফগানিস্তানের (Afghanistan) সঙ্গে ভারতের(India) সম্পর্ক মজবুত হয়েছে। বছর চারেক আগে পড়শি দেশের সরকার বদলেছে, ক্ষমতায় এসেছে তালিবানরা। তারপর থেকেই এই দুই দেশের সম্পর্কের জল কোনদিকে গড়ায় সেদিকে তাকিয়ে ছিলেন অনেকে। কিন্তু তালিবানরাও যে ভারতের পাশে রয়েছে, সেটা বিভিন্ন সময় বোঝানো হয়েছে। তবে দুই দেশের রাষ্ট্রনেতাদের মধ্যে ফোনালাপ হলেও মুখোমুখি বৈঠক চারবছরে একবারও হয়নি। অবশেষে এই শুক্রবার সেই সুযোগও হয়ে গেল। এদিন ভারত সফরে এসেছেন আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তেরি।
জয়শঙ্কর ও মুত্তেরির দ্বিপাক্ষিক বৈঠ
নয়াদিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মুত্তেরির দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে জয়শঙ্কর ও মুত্তেরি ছাড়াও দুই দেশের প্রশাসনিক প্রতিনিধি দলও উপস্থিত ছিল। এই বৈঠকে আফগানিস্তানের সার্বিক উন্নয়নে ভারত পাশে থাকার বার্তা দিয়েছে। জয়শঙ্কর জানিয়েছেন, আফগানিস্তানের জনগণের উন্নয়ন ও অগ্রগতিতে ভারতের আগ্রহ রয়েছে। ভারত-আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণে কাবুলে আবারও ভারতীয় দূতাবাস খোলার ঘোষণা করা হয়েছে।
অ্যাম্বুলেন্স পাঠানো হবে আফগানিস্কানে
এছাড়া আফগানিস্তানের স্বাস্থ্য পরিষেবা উন্নত করত ২০টি অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছে তালিবান সরকারকে। তারমধ্যে ৫টি অ্যাম্বুলেন্স আজই মুত্তেরির হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এছাড়া আফগানিস্তানের স্বাস্থ্য, শিক্ষা ও গ্রামীণ সংযোগের জন্য ৬টি আলাদা প্রকল্পেরও ঘোষণা করেছে ভারত।