নয়াদিল্লি: ২৯ জুলাই আন্তর্জাতিক বাঘ দিবসের দিন (International Tiger Day) জানা গেলে ভারতে (India) বর্তমানে পৃথিবীর ৭৫ শতাংশ বন্য বাঘের (world’s wild tiger population) বসবাস। তার মধ্যে সবথেকে বেশি বাঘ রয়েছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। শনিবার পরিবেশ, বন ও আবহাওয়া পরিবর্তন মন্ত্রকের (Ministry of Environment, Forest and Climate Change) প্রকাশিত রিপোর্ট থেকে এই তথ্যই সামনে এসেছে।
India currently harbors almost 75% of the world’s wild tiger population. The largest tiger population of 785 is in Madhya Pradesh, followed by Karnataka (563) & Uttarakhand (560), and Maharashtra (444). The tiger abundance within the Tiger Reserve is highest in Corbett (260),… pic.twitter.com/ZzjC6JkznX
— ANI (@ANI) July 29, 2023
ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতে বর্তমানে সবথেকে বেশি ৭৮৫টি বাঘ রয়েছে মধ্যপ্রদেশে। এরপরই দ্বিতীয় স্থানে থাকা কর্নাটকে (Karnataka) রয়েছে ৫৬৩টি। তৃতীয় স্থানে থাকা উত্তরাখণ্ডে (Uttarakhand) রয়েছে ৫৬০টি ও চতুর্থ স্থানে থাকা মহারাষ্ট্রে (Maharashtra) রয়েছে ৪৪৪টি।
দেশের মধ্যে থাকা ব্যাঘ্র প্রকল্পগুলির (Tiger Reserve) মধ্যে এখন সবথেকে বেশি বাঘ রয়েছে করবেট (Corbett) জাতীয় উদ্যানে। তার ঠিক পেছনে থাকা বান্দিপুরে (Bandipur) বাঘের সংখ্যা ১৫০টি। এর পরের স্থান অধিকার করা নাগারহোলে (Nagarhole) ১৪১টি, বান্ধবগড়ে (Bandhavgarh) ১৩৫টি, দুধওয়াতে (Dudhwa) ১৩৫টি, মুধুমালাইয়ে (Mudumalai) ১১৪টি, কানহা-(Kanha)তে ১০৫টি, কাজিরাঙ্গাতে (Kaziranga) ১০৪, সুন্দরবনে (Sundarbans) ১০০, তাডোবায় ৯৭, সত্যমঙ্গলমে ৮৫ ও পেঞ্চ-এমপিতে ৭৭টি।
এবারও দেশের মধ্য়ে বাঘের রাজ্যের তকমা ছিনিয়ে নিয়েছে মধ্যপ্রদেশ। এপ্রসঙ্গে মধ্যপ্রদেশের প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট এবং হেড অফ ফরেস্ট ফোর্সেস (Principal Chief Conservator of Forests and Head of Forest Forces) আর কে গুপ্তা বলেন, "এটা খুবই একটা ভালো খবর। সরকারের তরফে সদ্য যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ৭৮৫টি বাঘ নিয়ে নিজেদের বাঘ রাজ্যের (tiger state) তকমা ধরে রেখেছে মধ্যপ্রদেশ।" আরও পড়ুন: Rajkot Muharram Tragedy Video: রাজকোটে মহরমের সময় বড় দুর্ঘটনা, তাজিয়া তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১৫ জনের (দেখুন ভিডিও)
দেখুন ভিডিয়ো:
VIDEO | "It is a good news. The government has released the latest census in which Madhya Pradesh retained the status of 'tiger state' with 785 tigers," says RK Gupta, Principal Chief Conservator of Forests and Head of Forest Forces, MP. pic.twitter.com/rNJMyQnWkl
— Press Trust of India (@PTI_News) July 29, 2023