নতুন দিল্লি, ৫ জুন: দেশে আবার করোনায় (Corona Virus) দৈনিক আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়াল। দেশের দুই রাজ্য মহারাষ্ট্র, কেরলে গত কয়েক দিনে করোনা সংক্রমণ বাড়ছে। এই দুটি রাজ্যের সরকারই বারবার সেখানকার মানুষদের করোনা নিয়ে সতর্ক হতে বলছে। কারণ কোভিডের গ্রাফ আবার উর্ধ্বমুখি। দেশে করোনায় দৈনিক সংক্রমণ ৪ হাজার ওপরেই থাকল। শুক্রবার দেশে করোনায় দৈনিক সংক্রমণ চার হাজারের উপরে উঠেছিল।
প্রায় তিন মাস পর ভারতে দৈনিক কোভিড সংক্রমণ ৪ হাজারের উপরে উঠেছিল। তবে গতকাল, শনিবার সেটা কিছুটা নেমে ৩৯৬২ হয়েছিল। এবার আজ, রবিবার আবার দৈনিক আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়ল। তবে শুক্রবারের চেয়ে রবিবারের হিসেবে করোনা ছাপিয়ে গেল। আরও পড়ুন: ভিন্নধর্মী বুস্টার ডোজ হিসেবে অনুমোদন পেল বায়োলজিক্যাল ই লিমিটেডের তৈরি কর্বেভ্যাক্স
দেখুন টুইট
India COVID cases go past 4k mark, logs 4,270 infections in past 24 hrs
Read @ANI Story | https://t.co/z5EhhLfV4a#COVID#covidindiapic.twitter.com/KuaEcCDs2s
— ANI Digital (@ani_digital) June 5, 2022
শুক্রবার কোভিডে দৈনিক আক্রান্ত ছিল ৪ হাজার ৪১ জন। আর সেখানে গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৪ হাজার ২৭০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। ভারতে কোভিডে দৈনিক মৃত্যু এখন ১৫। কোভিডকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬১৯ জন। দেশে এখন সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৫২ জন। সরকারী ভাবে দেশে করোনায় মোট মৃত্যু ৫ লক্ষ ২৫ হাজারের খুব কাছে আছে। সংক্রমণের হার ১.০৩ শতাংশ। তবে আশার কথা দেশে কোভিড টিকাকরণ বেশ দ্রুতগতিতেই চলছে।