কলকাতা, ২৭ অক্টোবর: ভারতের সঙ্গে চিনের (India-China Flight) বিমান যোগাযোগ এবার আবার নতুন করে শুরু হল। ৫ বছর বন্ধ থাকার পর অবশেষে ফের ভারত-চিন বিমান যোগাযোগ শুরু হল। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর এবার নতুন করে ভারত এবং চিনের মধ্যে বিমান যোগাযোগ শুরু হল। চিনের সঙ্গে বিমান যোগাযোগের প্রথম দফাতেই এল কলকাতার নাম।
এবার কলকাতা-গুয়াংঝ়াউয়ের () বিমান চালু করা হল। ইন্ডিগোর তরফে কলকাতা-গুয়াংঝ়াউয়ের এই বিমান চালানো হচ্ছে। ৫ বছর পর আবার নতুন করে ভারত এবং চিনের মধ্যে বিমান যোগাযোগ শুরু হচ্ছে।
তাইতো কলকাতার মনিকা লিউ ছিলেন কলকাতা-গুয়াংঝা়উ বিমানের প্রথম যাত্রী। যিনি কলকাতায় ট্যাংরা-স্টাইল চাইনিজ় খাবারের রেস্তোরাঁ চালান। এবরা সেই মনিকা লিউ কলকাতা থেকে গুয়াংঝ়াউয়ের বিমানে চেপে বেজ়িংয়ে পাড়ি দিয়েছেন। ফলে কলকাতায় বসবাসকারী চিনের বহু মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়ছে।
সম্প্রতি বেজ়িংয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গালওয়ান সংঘর্ষের ৫ বছর পর ফের চিনের সঙ্গে ভারতের সম্পর্ক আবার নতুন করে স্থির হচ্ছে। যার প্রথম ধাপেই এবার নতুন করে ভারতের সঙ্গে চিনের বিমান যোগাযোগ শুরু হয়েছে।
প্রসঙ্গত দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি যেমন শুরু হয় ভারতের সঙ্গে চিনের, তেমনি কোভিড দুই দেশের রসায়নে শেষ পেরেক পুঁতে দেয়। ওই সময় ভারতের সঙ্গে চিনের যোগাযোগ যেমন বিচ্ছেদ হয়ে যায়, তেমনি টিকটক, বাইট ডান্সের মত একাধিক চিনা সংস্থাকে নিষিদ্ধ করে দেওয়া হয় দিল্লির তরফে। চিনের একাধিক পণ্যেও নিষিদ্ধ করা হয়। ২০২০ সালের এবার আবার নতুন করে দুই দেশের মধ্যে একটু একটু করে দ্বিপাক্ষিক সম্পর্কের বাতাবরণ তৈরি হচ্ছে।