Ajit Doval (Photo Credit: ANI/X)

দিল্লি, ১৩ অগাস্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) শুল্ক নীতিই এবার কাছাকাছি নিয়ে আসছে ভারত, চিনকে। ভারতের সঙ্গে চিনের যে দূরত্ব তৈরি হয়, তা এবার ভেঙে যাচ্ছে। ফলে কাছাকাছি আসছে ভারত এবং চিন। নরেন্দ্র মোদী এবং শি জিনপিংয়ের বৈঠকের দিন নির্ধারিত হওয়ার খবর সেই খবরকে আরও জোরদার করে। আর এবার চিনের (China) বিদেশমন্ত্রী আসছেন ভারতে (India)।

চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই ভারতে আসছেন। সাক্ষাৎ করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval) সঙ্গে।

আগামী ৩১ অগাস্ট এসসিও সম্মেলন উপলক্ষ্যে চিনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ই আসছেন ভারতে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করতেই ওয়াং ই ভারতে আসছেন বলে জানা যাচ্ছে।

২০২০ সালে গালওয়ানে ভারত এবং চিনা সেনার মাঝে যে উত্তেজনা এবং সংঘর্ষ ছড়ায়, সেই ঘটনার পর এই তৃতীয়বার দুই দেশের শীর্ষ আধিকারিকরা একসঙ্গে বৈঠক করবেন।

এর আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চিনে যান। এসসিও উপলক্ষ্যে বিদেশমন্ত্রীদের যে বৈঠক হয়, সেখানে হাজির হতেই জয়শঙ্কর বেজিংয়ে যান। গত মাসে চিন সফরে গিয়েও চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

জয়শঙ্করের আগে এসসিও বৈঠক উপলক্ষ্যে প্রতিরক্ষমন্ত্রীরা যখন মিলিত হন আলোচনার জন্য, সেই সময় রাজনাথ সিং যান চিনে। জুনেই প্রতিরক্ষামন্ত্রীদের ওই বৈঠক বসে বেজিংয়ে।

প্রধানমন্ত্রীর চিন সফরের আগে আরও বড় পদক্ষেপ করা হয় আকাশপথে। ভারত থেকে চিনে এবার সোজাসুজি বিমান চালানো হবে বলে জানানো হয়েছে। ফলে এই বিমান যে দুই দেশকে আরও কাছাকাছি নিয়ে আসবে, তা কার্যত স্পষ্ট বলেই মনে করছে কূটনৈতিক মহল।