India-China Re-Opening Border Trade: গলছে কূটনৈতিক সম্পর্কের বরফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর চিনকে কাছে টানতে উদ্যোগী হয় ভারত। গত ৭২ ঘণ্টার মধ্যে বেজিংয়ের সঙ্গে নয়া দিল্লির সম্পর্কের নাটকীয় পরিবর্তন ঘটে কাছাকাছি চলবে আসে। আজ, মঙ্গলবার চিনের বিদেশেমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল। দীর্ঘ পাঁচ বছর পর আবারও সীমান্ত বাণিজ্য চালু করতে রাজি হল ভারত ও চিন। মানে দুই দেশ এবার ব্যবসায়িক কারণে সীমান্ত খুলছে। গত পাঁচ বছর ধরে যা বজ্র আটুনির মত বন্ধ রাখা হয়েছিল।
কী কী ধরনের পণ্য নিয়ে দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য হয়
২০২০ সালে করোনা ভাইরাস মহামারি এবং গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর থেকে সীমান্ত বাণিজ্য বন্ধ ছিল। আজ, মঙ্গলবার থেকেই দুই দেশের সীমান্ত বাণিজ্য চালু হয়ে গেল। ভারতের তিনটি নির্দিষ্ট ট্রেডিং পয়েন্ট উত্তরাখণ্ডের লিপুলেখ পাস, হিমাচল প্রদেশের শিপকি লা পাস এবং সিকিমের নাথুলা পাস দিয়ে চিনের সঙ্গে সীমান্ত বাণিজ্য শুরু হতে চলেছে। তিন দশকেরও বেশি সময় ধরে দুই দেশ সীমান্তবর্তী এলাকায় স্থানীয়ভাবে উৎপাদিত জিনিসপত্রের সীমান্ত পাড়পাড় করে বাণিজ্য করেছ। মশলা, কার্পেট, কাঠের আসবাবপত্র, পশুখাদ্য, মাটির বাসন, ভেষজ ওষুধ, বৈদ্যুতিন পণ্য ও উলের মত পণ্যের সীমান্ত বাণিজ্য হয় ভারত ও চিনের মধ্যে।
দেখুন খবরটি
Breaking News | India-China agree to reopen border trade, resume direct flights and ease visas in a reset of tieshttps://t.co/6BhSEf89YM pic.twitter.com/1jG0Ov49aU
— The Indian Express (@IndianExpress) August 19, 2025
ফের চালু হচ্ছে দুই দেশের মধ্যে সরাসরি বিমান, শিথিল হচ্ছে ভিসা প্রক্রিয়া
ক'দিনের মধ্যে ভারত ও চিনের মধ্যে সরাসরি বাণিজ্যিক বিমান পরিষেবাও ফের চালু হচ্ছে। দুই দেশের মধ্যে পর্যটক, ব্যবসায়ী, সংবাদমাধ্যমের কর্মীদের বিভিন্ন ভিসা প্রক্রিয়া শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।