Randhir Jaiswal (ANI/Twitter)

দিল্লি, ৭ নভেম্বর: কানাডায় (Canada) বসবাসকারী ভারতীয় কূটনীতিকদের (Indian Diplomats) বর্তমানে বেশি হুমকি দেওয়া হচ্ছে। ভারতীয় কূটনীতিকদের উদ্দেশে হুমকির মাত্রা বেড়ে গিয়েছে। এবার এমনই মন্তব্য করলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ওট্টাওয়াতে যে ভারতীয় (India) কূটনীতিকরা রয়েছেন, তাঁদের উপর হুমকির মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

গত এক বছর ধরে কানাডায় থাকা কূটনীতিকদের উপর যেভাবে হামলা চালানোর চেষ্টা হচ্ছে, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন রণধীর জয়সওয়াল।

আরও পড়ুন: India-Canada Row: ফের মাথা চাড়া দিল খালিস্তানি ইস্যু, ৬ কানাডিয়ান কূটনীতিককে বহিষ্কার করল দিল্লি

খালিস্তানি ইস্যুতে বর্তমানে ভারতের সঙ্গে কানাডার (Canada) দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হচ্ছে। খালিস্তানিরা সম্প্রতি ব্রাম্পটনে হিন্দু মন্দিরে হামলা চালালে, তা নিয়ে দিল্লির তরফে জোরদার আক্রমণ করা হয় জাস্টিন ট্রুডো সরকারকে।