দিল্লির হোটেলে ইন্ডিয়া জোটের গ্র্যান্ড ডিনার পার্টি (ছবিঃX)

INDIA Vice Presidential Candidate: গতকাল, রবিবার উপরাষ্ট্রপতি পদে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ (C.P. Radhakrishnan)-কে উপরাষ্ট্রপতি প্রার্থী করেছে দেশের শাসক দলগুলির জোট এনডিএ (NDA)। আগামী ৯ সেপ্টেম্বর হতে চলা উপরাষ্ট্রপতি নির্বাচনে এবার প্রার্থী ঘোষণার পালা দেশের বিরোধী দলগুলির জোট 'ইন্ডিয়া'-র। আজ, সোমবার বিকেল সাড়ে ৫টা নাগাদ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে INDIA-র উপরাষ্ট্রপতি প্রার্থী বেছে নেবেন। জোর জল্পনা, কোনও মহিলা বা দলিত প্রার্থী কিংবা অরাজনৈতিক ব্যক্তিত্বকে প্রার্থী করবে ইন্ডিয়া। গতবার তৃণমূল কংগ্রেসের প্রস্তাব মেনে মার্গারেট আলভাকে প্রার্থী করেছিল বিরোধীরা। সেবার এনডিএ-র প্রার্থী জগদীপ ধনখড়ের বিরুদ্ধে প্রার্থী হয়ে হেরে গিয়েছিলেন মার্গারেট আলভা।

হার নিশ্চিত জেনেও এককাট্টা হয়ে লড়ছে ইন্ডিয়া

এবারও হার নিশ্চিত জেনেও এককাট্টাভাব বজায় রেখে এনডিএ-র সিপি রাধাকৃষ্ণণের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, তৃণমূল কংগ্রেস, এনসিপি (শরদ পাওয়ার), শিবসেনা (উদ্ধভ ঠাকরে), ডিএমকে, আম আদমি পার্টি, বামদলগুলির জোট। সিপি রাধাকৃষ্ণণ তামিলনাড়ুর মানুষ হওয়ায় প্রথমে শোনা গিয়েছিল ডিএমকে সমর্থন করবে এনডিএ-র প্রার্থীকে। কিন্তু তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি তথা আরএসএস কর্মীকে প্রোপাগান্ডার প্রচারক বলে দাবি করে ইন্ডিয়া জোটকে উপরাষ্ট্রপতি প্রার্থী দিতে আবেদন করলেন ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন।

ভোটের অঙ্কের এনডিএ কতটা এগিয়ে

উপরাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা (৫৪২) এবং রাজ্যসভার (২৪০) শক্তি মিলিয়ে মোট ৭৮৬ জন সদস্যের মধ্যে এনডিএ-র ৪২২টি ভোট রয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য ৩৯৪ টি ভোটের প্রয়োজন। সেখানে বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ জোটের ২৮টি ভোট বেশি রয়েছে। আরএসএস-র এক সময়ের সক্রিয় সদস্য তথা দক্ষিণ ভারতের বিজেপির বড় নেতা সিপি রাধাকৃষ্ণণ তামিলনাড়ুর তিরুপ্পুরের বাসিন্দা।

এনডিএ-র প্রার্থী সিপি রাধাকৃষ্ণণকে নিয়ে কিছু কথা

শাসক দলের উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী ৬৭ বছরের রাধাকৃষ্ণণ একটা সময় তামিলনাড়ুর বিজেপির সভাপতি ছিলেন। গত বছর মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন। পাশাপাশি ঝাড়খণ্ড ও তেলাঙ্গানার রাজ্যপাল হিসাবে কাজ করেছিলেন। পরে পুদুচেরির এলজি-র দায়িত্বও সামলান। নদী বাঁধের দাবিতে ১৪দিন ধরে ২৮০ কিলোমিটার পদযাত্রা শেষ করে খবরে এসেছিলেন সিপি রাধাকৃষ্ণণ। দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে সমর্থকরা তাঁকে তামিলনাড়ুর মোদী বলে ডাকেন।